For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শূন্যের নিচে তাপমাত্রা! লাদাখে গুরুতর অবস্থায় জীবনের লড়াই ভারতীয় জওয়ানদের, এখনও নিখোঁজ ১০

Google Oneindia Bengali News

চিনের সঙ্গে সোমবার রাতের সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় এক কর্নেল সহ ১৯ জন জওয়ান। চিনের তরফে ৪৩ জন সৈনিক নিহত হয়েছে বলে খবর মিলেছে। এদিকে জানা গিয়েছে চরম আবহাওয়া ও প্রতিকূলতার মধ্যে লাদাখে এখনও ৪ ভারতীয় জওয়ান জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

অতিরিক্ত ঠান্ডার কারণে শহিদ ১৭ জওয়ান

অতিরিক্ত ঠান্ডার কারণে শহিদ ১৭ জওয়ান

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন৷ গুরুতর জখম হয়েছিলেন ১৭ জন৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম ১৭ জনের মৃত্যু হয়েছে৷ যদিও বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হচ্ছে, শহিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এখনও ১০ জন সেনা নিখোঁজ

এখনও ১০ জন সেনা নিখোঁজ

শহিদ ২০ জন ভারতীয় সেনার মধ্যে কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবু রয়েছেন৷ বিগত কয়েক দিন ধরে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ায় ভারতের তরফে যাঁরা চিনের সঙ্গে কথা বলছিলেন তাঁদের মধ্যে কর্নেল বি সন্তোষ বাবুও ছিলেন৷ এদিকে এখনও ১০ জন সেনা নিখোঁজ বলে জানা গিয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা উত্তেজনা

কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা উত্তেজনা

পূর্ব লাদাখের প্যাঙ্গং সো, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং সো-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷

৪৪ বছর পর ভারত-চিন সীমান্তে রক্তক্ষয়

৪৪ বছর পর ভারত-চিন সীমান্তে রক্তক্ষয়

পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল৷ তার মধ্যেই দীর্ঘ ৪৪ বছর পর ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় রক্তপাত৷ শেষ বার ১৯৭৫ সালে ভারত-চিন সীমান্তে শহিদ হয়েছিলেন কোনও ভারতীয় সেনা।

রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গালওয়ান উপত্যকায় প্রথমবার সার্বভৌমত্বের দাবি চিনেররক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গালওয়ান উপত্যকায় প্রথমবার সার্বভৌমত্বের দাবি চিনের

English summary
India China stand off 4 Soldiers in critical condition in sub zero temperature as 10 still missing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X