For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India-China Border Clash: কোনও বড় আঘাত নেই! সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে সেনা, সংসদে বললেন রাজনাথ

নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং-এ চিনের হানাদারি নিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনী সেদিন সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে। কোনও বড় আঘাত নেই। প্রতি

  • |
Google Oneindia Bengali News

নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং-এ চিনের হানাদারি নিয়ে সংসদে (Parliament)বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনী সেদিন সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে। কোনও বড় আঘাত নেই।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতীয় বাহিনী ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে সক্ষম। সেদিনের বিষয়টি চিনা কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 কী ঘটেছিল ৯ ডিসেম্বর

কী ঘটেছিল ৯ ডিসেম্বর

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

সংসদ উত্তাল

সংসদ উত্তাল

কংগ্রেসের তরফে সীমান্তে চিনের হানাদারি নিয়ে আলোচনার দাবি করে সংসদের উভয়কক্ষে নোটিশ দেওয়া হয়। সরকার চিনের সঙ্গে সীমান্ত ইস্যুকে ধামা চাপা দিতে চাইছে বলেও অভিযোগ করে কংগ্রেস। প্রধানমন্ত্রী ইমেজ রক্ষা করতে গিয়েই এই পরিস্থিতি বলেও অভিযোগ করে কংগ্রেস। যদিও সরকার সংসদে সীমান্ত নিয়ে আলোচনা মানেনি। যার জেরে উত্তাল হয় সংসদ। কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবিও করতে হয়।

সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি

সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অরুণাচলের ঘটনা নিয়ে বিবৃতিতে বলেন, নয় ডিয়েম্বর তাওয়াং সেক্টরের ইয়াংতসে এলাকায় পিএলএ সৈন্যরা জায়গা দখল করে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে। প্রথমে ভারতীয় সেনারা নির্দিষ্ট পদ্ধতিতে পরিস্থিতির মোকাবিলা করে। ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে পিএলএকে ভারতীয় ভূখণ্ড দখলে বাধা দেয় এবং তাদেরকে নিজেদের শিবিরে ফিরে যেতে বাধ্য করে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় সেনার তরফে কোনও প্রাণহানি কিংবা গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটেনি।

প্রতিরক্ষামন্ত্রী সংসদে বলেছেন, ৯ ডিসেম্বরের ঘটনার পরে ১১ ডিসেম্বর ওই জায়গায় দুদেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। তিনি দাবি করেন, ভারতের তরফে সেই বৈঠকে চিনের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে, শান্তি বজায় রাখতে বলা হয়।

সীমান্তে সতর্ক ভারতীয় সেনা

সীমান্তে সতর্ক ভারতীয় সেনা

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতের সেনাবাহিনী দেশের সীমান্তে যে কোনও সীমা লঙ্ঘনের চেষ্টা বন্ধ করতে সব সময় প্রস্তুত।

সীমান্তে স্থিতাবস্থা বজায় ছিল গত ৩০ মাস

সীমান্তে স্থিতাবস্থা বজায় ছিল গত ৩০ মাস

উল্লেখ করা প্রয়োজন, গত প্রায় ৩০ মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনার মধ্যে স্থিতাবস্থা বজায় রয়েছে। এর মধ্যে তার কোথাও সীমান্ত নিয়ে কোনও সমস্যার কথা শোনা যায়নি। তবে শুক্রবার ৯ ডিসেম্বর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়।

Mamata Banerjee in Meghalaya: লক্ষ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা! মেঘালয়ে প্রচার শুরু করলেন মমতাMamata Banerjee in Meghalaya: লক্ষ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা! মেঘালয়ে প্রচার শুরু করলেন মমতা

English summary
India-China Border Clash: There is no loss of life or serious unjury to our Soldiers, says Defence Minister Rajnath Singh in Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X