For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর চিনে মোদীর ডিজিটাল স্ট্রাইক!বঙ্গবিজেপির সভায় রবিশঙ্করের হুঙ্কার

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান জানে মোদী সরকারের সার্জিক্যাল স্ট্রাইক কতটা বিষাক্ত ছিল। এবার চিনকে ভাতে মেরে ডিজিটাল স্ট্রাইকের স্বাদ বুঝিয়ে দিয়েছেন মোদী। এই বার্তা বিজেপি কর্মীদের মধ্যে এদিন ছড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন বঙ্গ বিজেপির ভার্চুয়াল সভায় তিনি এমনই বার্তা রেখেছেন।

রবিশঙ্কর প্রসাদের বার্তা

রবিশঙ্কর প্রসাদের বার্তা

' ভারতের নিরাপত্তা, সার্বভৈমত্ব আর দেশের মানুষের ডিজিটাল নিরাপত্তা এবং প্রাইভেসির জন্য ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে টিকটক। যারা আমাদের সীমান্তের দিকে চোখ তুলে তাকায়, তাদের জবাব দিতে জানে ভারত। যাতে নিজের দেশের মানুষকে নিরাপদে রাখা যায়। ' এমনই বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী।

 'ডিজিটাল স্ট্রাইক'

'ডিজিটাল স্ট্রাইক'

মিডিয়ায় মোদী সরকারের ৫৯ টি অ্যাপকে বাতিল করার ঘোষণা 'ভার্চুয়াল সার্জিক্যাল স্ট্রাইক' এর নাম পেলেও, এবার খোদ কেন্দ্র থেকে এই তকমা এল। এদিন রবিশঙ্কর প্রসাদ সাফ জানান যে ,' ভারত ডিজিটাল স্ট্রাইকও করতে পারে।' আর চিনের সঙ্গে যা করেছে ভারত,তা ডিজিটাল স্ট্রাইকের নামান্তর।

৫৯ টি অ্যাপ বাতিলের সিদ্ধান্ত

৫৯ টি অ্যাপ বাতিলের সিদ্ধান্ত

কেন্দ্রীয় সরকার সাফ বার্তায় জানিয়ে দিয়েছে চিনের ৫৯ টি অ্যাপ ভারতে নিষিদ্ধ। এই অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ। টিকটক ছাড়াও এই তালিকায় রয়েছে ইউক্যাম, ইউসি ব্রাউজার,শেয়ারইট, কোয়াই, বইদু ম্যাপ, শেইন, ক্ল্যাশ অফ কিংসের মতো অ্যাপ।

গালওয়ান সীমান্তে হামলা

গালওয়ান সীমান্তে হামলা

চিনের সেনার তরফে গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী হামলা হয়। দুই পক্ষের লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ানে শহিদ হন। চিনের তরফে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যার পর বেজিংকে একের পর এক মোক্ষম জবাব দিতে ছাড়েনি মোদী সরকার। এদিন বাংলার রাজনীতির পারদ চড়িয়ে সেই বার্তাই কর্মীদের ডিজিটাল সভায় দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।

সরকারি কোপে নামজাদা বেসরকারি ল্যাব, কেন্দ্রীয় নির্দেশ না মানাতেই কি করোনা টেস্ট বন্ধের নির্দেশ?সরকারি কোপে নামজাদা বেসরকারি ল্যাব, কেন্দ্রীয় নির্দেশ না মানাতেই কি করোনা টেস্ট বন্ধের নির্দেশ?

English summary
India Can even do digital strike, IT Minister Ravishankar Prasad on banning chinese app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X