For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সংক্রমণে সর্বাধিক ঝুঁকি প্রবণ দেশ গুলির মধ্যে প্রথম ৩০-এ ভারত, বলছে সমীক্ষা

করোনা ভাইরাস সংক্রমণে সর্বাধিক ঝুঁকি প্রবণ দেশ গুলির মধ্যে প্রথম ৩০-এ ভারত, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সর্বাধিক ঝুঁকি প্রবণ দেশ গুলির মধ্যে প্রথম ৩০-এ রয়েছে ভারত। সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাবে চিনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত শহর গুলিতে বিমান পরিবহনের উপর প্রাপ্ত তথ্য যাচাই করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।

চিনের যে সমস্ত প্রদেশ গুলিতে এই ভাইরাসে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে সেই প্রদেশ গুলি থেকে আন্তর্জাতিক বিমান পরিবহনের মাধ্যমে বিশ্বব্যাপী যত সংখ্যক লোক যাতায়াত করেছেন তাদের উপরই মূলত এই সমীক্ষা চালানো হয় বলে জানা যাচ্ছে।

সমীক্ষা চালায় সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

সমীক্ষা চালায় সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে বিভিন্ন দেশের একাধিক শহরের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই এই রোগের আক্রমণে চিনে দেড়শোর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

শীর্ষস্থানে রয়েছে থাইল্যান্ড, প্রথম তিরিশে ভারত

শীর্ষস্থানে রয়েছে থাইল্যান্ড, প্রথম তিরিশে ভারত

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ড। তারপরেই রয়েছে জাপান ও হংকং। আমেরিকা রয়েছে ষষ্ঠ স্থানে। ইংল্যান্ড ১৭তম এবং ভারত ২৩তম স্থানে। প্রসঙ্গত আন্তর্জাতিক বিমান পরিবহন তথা বিমানবন্দর গুলির মধ্য দিয়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অসামরিক বিমান চলাচল মন্ত্রক (এমওসিএ) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। বিমানবন্দর গুলিতে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি চূড়ান্ত সতর্কতা থাকছে বলেও জানা যাচ্ছে।

এদিকে ওই সমীক্ষায় প্রায় বিশ্বের ২০টি বড় শহরেও এই ভাইরাসের সর্বাধিক বিস্তারের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন গবেষকেরা। তার মধ্যে সিডনি, নিউ ইয়র্ক এবং লন্ডন রয়েছে সবার উপরে।

আলাদা করে চিহ্নিত চিনের ১৮টি প্রদেশ

আলাদা করে চিহ্নিত চিনের ১৮টি প্রদেশ

অন্যদিকে চীনের মূল ভূখণ্ডের মধ্যে বেজিং, গুয়াংজু, সাংহাই এবং চংকিংয়কেও সর্বাধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন গবেষকেরা। তালিকায় রয়েছে গুয়াংডং, ঝিজিয়াং, সিচুয়ান এবং হেনান প্রদেশের। গবেষকদের মতে চিনের মোট ১৮টি শহর থেকে আগামী তিন মাসে প্রচুর সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে চলেছেন। তাই তার মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করছেন গবেষকেরা।

English summary
india among the top 30 coronavirus spreading high risk countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X