For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর আচ্ছে দিন-এ শিশুদের অপুষ্টি, ভারতের স্থান বাংলাদেশ-ইরাকের পিছনে

বিশ্বে ক্ষুধার নিরিখে ১১৯ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০ তম। লজ্জার বিষয় হল ভারতের থেকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ এবং ইরাক। তবে ভারতের সন্তুষ্টির কারণ হতে পারে পাকিস্তান পিছিয়ে থাকায়।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বে ক্ষুধার নিরিখে ১১৯ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০ তম। লজ্জার বিষয় হল ভারতের থেকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ এবং ইরাক। বিশ্বব্যাপী ক্ষুধার সূচকে ভারতে উচ্চস্থান হওয়ার মূল কারণ হল শিশুদের অপুষ্টি।

মোদীর আচ্ছে দিন-এ শিশুদের অপুষ্টি, ভারতের স্থান বাংলাদেশ-ইরাকের পিছনে

শিশুদের অপুষ্টি এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক বিষয়ে ভারতের স্থান ভয়াবহতম জায়গায় বলে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। গত বছরে ভারত ছিল ৯৭তম স্থানে।

ক্ষুধার নিরিখে ১১৯ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০ তম। এশিয়ায় যে তিনটি দেশের অবস্থা সব থেকে খারাপ তাদের মধ্যে রয়েছে ভারত, আফগানিস্তান ও পাকিস্তান। যদিও বাকি দুই প্রতিবেশীর থেকে ভারতের স্থান একটু ভাল বলেই রিপোর্টে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট।

মোদীর আচ্ছে দিন-এ শিশুদের অপুষ্টি, ভারতের স্থান বাংলাদেশ-ইরাকের পিছনে

২০১৭ সালে ভারতের ক্ষুধার সূচক দক্ষিণ এশিয়াতে খুব খারাপ জায়গায় রয়েছে। অন্যদিকে দুই প্রতিবেশীসহ ভারতের অবস্থায় খারাপ হওয়ায় সমগ্র দক্ষিণ এশিয়াও বিশ্বব্যাপী ক্ষুধার সূচকের নিরিখে খারাপ জায়গায় রয়েছে। এর খুব কাছাকাছি জায়গায় রয়েছে আফ্রিকার দক্ষিণের সাহারা।

ভারতের প্রায় সব প্রতিবেশী দেশই ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে। চিন রয়েছে ২৯ তম স্থানে, নেপাল ৭২, মায়ানমার ৭৭, শ্রীলঙ্কা ৮৪ এবং বাংলাদেশ ৮৮ তম স্থানে রয়েছে। ভারতের যে দুই প্রতিবেশী পরে রয়েছে তারা হল পাকিস্তান ১০৬ তম এবং আফগানিস্তান ১০৭ তম।

মোদীর আচ্ছে দিন-এ শিশুদের অপুষ্টি, ভারতের স্থান বাংলাদেশ-ইরাকের পিছনে

উত্তর কোরিয়া রয়েছে ৯৩ তম স্থানে এবং ইরাক ৭৮ তম স্থানে।

অপুষ্টি, শিশু মৃত্যু হার, শিশুকে ব্যবহার, শিশুদের স্টান্টিং-এর নিরিখে এই বিশ্বব্যাপী ক্ষুধা সূচক নির্ণয় করা হয়ে থাকে। এনিয়ে যা বারোতম বছরে পড়ল।

উন্নয়নশীল বিশ্বের ১১৯ টি দেশকে অত্যন্ত বিপজ্জনক, বিপজ্জনক এবং গম্ভীর এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

মোদীর আচ্ছে দিন-এ শিশুদের অপুষ্টি, ভারতের স্থান বাংলাদেশ-ইরাকের পিছনে

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট তাদের রিপোর্টে জানিয়েছে, ভারতের একপঞ্চমাংশ শিশুর উচ্চতা অনুযায়ী ওজন অনেকটাই কম এবং বয়স আন্দাজে এক তৃতীয়াংশের উচ্চতা খুবই কম।

English summary
India has a 'serious' hunger problem and ranks 100th out of 119 countries on the global hunger index-behind North Korea, Bangladesh and Iraq but ahead of Pakistan, according to a report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X