For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লজ্জাজনক: কোহলির অসাফল্যের জন্য টুইটারে কুরুচিকর আক্রমণ অনুষ্কাকে

Google Oneindia Bengali News

সিডনি, ২৬ মার্চ : বিরাট কোহলির অস্ট্রেলিয়া ম্যাচে ফর্মে ফিরবে মন বলছিল ধোনির। সিডনির মাঠে জনপ্রিয়তার দিক থেকেও এগিয়ে ছিলেন বিরাট কোহলি। কিন্তু আশা পূরণে ব্য়র্থ হলেন ভারতের সহ অধিনায়ক। সিডনির মাঠে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ বলে ১ রান করেই আউট হলেন বিরাট।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আপডেট দেখুন এখানে

৩২৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক উইকেট পড়ল। শিখর ধাওয়ানের পর উইকেট পড়ল কোহলির। কোহলির আউট হওয়া ভারতের ক্ষেত্রে বড় ধাক্কা বটেই। তবে বিরাটের অসাফল্যের জন্য কী কোনওভাবে তাঁর সঙ্গীনী অনুষ্কা শর্মাকে দায়ী করা যায়? কখনওই নয়।

লজ্জাজনক: কোহলির অসাফল্যের জন্য টুইটারে কুরুচিকর আক্রমণ অনুষ্কাকে

ক্রিকেটারদের মাঠে খারাপ দিন ভাল দিন থাকেই। আজকের দিনটা বিরাট কোহলির ছিল না। কিন্তু তার খেসারত কেন দিতে হবে অনুষ্কা শর্মাকে। তিনি মাঠে খেলা দেখতে এসেছিলেন বলে? তিনি বিরাট কোহলির সঙ্গীনী বলে? নাকি তিনি মহিলা বলে?

না, তা কখনওই হওয়া উচিত নয়। কিন্তু হল ঠিক তেমনটাই। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একের পর এক কুরুচিপূর্ণ টুইটারে বিদ্ধ করা হল অনুষ্কাকে। বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য খোরাক করা হল অনুষ্কাকে। আর তা ভারতের ভাবমূর্তিকে মোটেই উজ্জ্বল করল না।

ভারতের কাছে হেরে বিক্ষোভ-প্রতিবাদে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। দাবি ছিল, রোহিত শর্মার আউটে আম্পায়ারের নো বল দেওয়ার সিদ্ধান্তর জন্যই হেরেছে বাংলাদেশ। তখন এই ভারতীয়দেরই একাংশ প্রশ্ন তুলেছিল কেন এই চেঁচামিচি। একটা সিদ্ধান্তর জন্য একেবারে ম্যাচ হেরে গেলে, যতসব বাড়াবাড়ি। তাদের এক্ষেত্রে কী বলার আছে।

ভারত হারবে কী জিতবে তা তো সময়ের অপেক্ষা। কিন্তু যেভাবে অনুষ্কাকে এদিন 'ভার্চুয়াল' জগতে আক্রমণ শানানো হল তা সত্যিই দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। আমরা এর ধিক্কার জানাই।

English summary
Shame: Indians abuse Anushka Sharma for Virat Kohli's bad performance, actress bullied on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X