For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবার্ট ভদরাকে নোটিশ আয়কর দফতরের, ক্ষুব্ধ কংগ্রেস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ জানুয়ারি: রবার্ট ভদরা পরিচালিত সংস্থা স্কাইলাইট হসপিটালিটিকে নোটিশ পাঠাল আয়কর দফতর। কবে কোথায় তারা কী লেনদেন করেছে, বিস্তারিতভাবে তা জানাতে হবে দু'সপ্তাহের ভিতর। বিজেপিকে একে 'স্বাভাবিক প্রক্রিয়া' বলে বর্ণনা করলেও কংগ্রেস 'প্রতিহিংসা'-র ছায়া দেখতে পেয়েছে।

আরও পড়ুন: বেআইনি পথে ৪৩.৬৬ কোটি টাকা মুনাফা লুটেছেন সোনিয়ার জামাই, প্রশ্নে হেনস্থা সাংবাদিককে
আরও পড়ুন: জুজু বিজেপি, ভয়ে ব্যবসা গোটাচ্ছেন সোনিয়ার জামাই, দাবি রিপোর্টে

হরিয়ানায় বিপুল পরিমাণ জমি লেনদেন করেছিলেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরা। সেই ক্ষেত্রে যে আয় করেছিলেন তিনি, তা আইন মেনে হয়নি। অর্থাৎ বেআইনি কাজ করেছিলেন বলে অভিযোগ।

ককক

২০১৪ সালের অক্টোবর মাসের আগে হরিয়ানায় ছিল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন ভূপিন্দর সিং হুড়া। অভিযোগ, আইএএস অফিসার অশোক খেমকা রবার্ট ভদরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে তাঁকে বদলি করে দেওয়া হয়। এর পরই ক্ষমতায় এসে বিজেপি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। একদিকে যখন হরিয়ানা সরকার তদন্ত শুরু করেছে, তখন আয়কর দফতরের নোটিশ তাঁকে স্বস্তিতে থাকতে দেবে না স্বাভাবিকভাবেই।

বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাও বলেন, "ওঁর ব্যবসাটা খুবই সন্দেহজনক। স্বাভাবিকভাবেই লেনদেন নিয়ে সব কিছু জানার অধিকার রয়েছে আয়কর দফতরের। এটা রুটিনমাফিক প্রক্রিয়া।"

কংগ্রেসের মণীশ তিওয়ারি বলেন, "বিরোধীদের হয়রান করতে এই সরকার আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে। উনি একটি নির্দিষ্ট পরিবারের সঙ্গে সম্পর্তিক বলেই হয়রান করা হচ্ছে।"

আর এক কংগ্রেস নেতা অভিষেক সিংভি অবশ্য সরাসরি রাজনীতিক প্রতিহিংসার অভিযোগ আনেননি। তিনি বলেন, "কাউকে নোটিশ পাঠানো মানেই সে দোষী হয়ে গেল না। প্রশ্নের উত্তর চেয়ে এমন নোটিশ পাঠানো হয়ে থাকে। মিডিয়া গোটা ব্যাপারটা ভুলভাবে ব্যাখ্যা করছে।"

English summary
Income Tax sends notice to Robert Vadra, Congress angry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X