For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০০ জন পাকিস্তানি অভিবাসী ভারতের নির্বাচনে ভোট দিচ্ছেন! চাঞ্চল্যকর রিপোর্টে একাধিক তথ্য

সপ্তদশ লোকসভা ভোট ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৯ লোকসভা ভোটে অংশ নিচ্ছেন পাকিস্তান থেকে ভারতে চলে আসা উদ্বাস্তুরাও।

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা ভোট ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৯ লোকসভা ভোটে অংশ নিচ্ছেন পাকিস্তান থেকে ভারতে চলে আসা উদ্বাস্তুরাও। এমন ঘটনা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় উৎসব সাধারণ নির্বাচনে রীতিমত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

১০০০ পাকিস্তানি অভিবাসীর ভোট!

১০০০ পাকিস্তানি অভিবাসীর ভোট!

রেওয়ারাম ভিল, গোবর্ধন ভিল নিজের আনন্দ আটকে রাখতে পারছেন না এই ভোট পর্ব ঘিরে। কারণ পাকিস্তান থেকে এসে ভারতের মাটিতে পা রেখেই জানুয়ারি মাসে তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন । আর এবার সপ্তদশ লোকসভা নির্বাচনে তাঁরাও ভোট দিচ্ছেন।

কোথায় হল এমন?

কোথায় হল এমন?

রাজস্থানের যোধপুরে এমন অনেক ভোটার রয়েছেন যাঁরা পাকিস্তানের মাটি থেকে ভারতে এসেই নাগরিকত্ব পেয়েছেন। এর আগে, পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে জোরদার সওয়াল করেছিলেনর নরেন্দ্র মোদী। 'সীমান্ত লোকসংগঠন' এর দাবি রাজস্থানে প্রায় ৩৫০০০ মানুষ নাগরিকত্বের জন্য পা বাড়িয়ে রয়েছেন।

[আরও পড়ুন: ভোটার কার্ড কেড়ে প্রলোভনে অভিযুক্ত তৃণমূল! সিউড়ির গ্রামে ভোট দিলেন গ্রামবাসীরা][আরও পড়ুন: ভোটার কার্ড কেড়ে প্রলোভনে অভিযুক্ত তৃণমূল! সিউড়ির গ্রামে ভোট দিলেন গ্রামবাসীরা]

রাজস্থানের ভোট গ্রহণ

রাজস্থানের ভোট গ্রহণ

পুলওয়ামার ঘটনার পর রাজস্থানের বেশ কিছু এলাকায় পাকিস্তানি নাগরিক থাকলে ,তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। সেখানে আর সীমান্তে চোরাপাচারের সঙ্গে অনেকে যুক্ত বলেও পুলিশের আশঙ্কা ছিল। সেই সমস্ত পর্ব মিটিয়ে এবার রাজস্থানে চতুর্থদফার ভোটগ্রহণে ঝালওয়ার, টোঙ্ক, যোধপুর, বারমেঢ়ের মতো এলাকায় এদিন ভোটপর্ব চল ছে।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?][আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]

English summary
In Rajasthan's Jodhpur, 1,000 Pakistani immigrants cast votes as Indian citizens says Report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X