For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্টোবরেই ভারতে করোনার 'থার্ড ওয়েভ', বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসক গবেষকদের একটি বড় দলের সমীক্ষায় উঠে এসেছে আশঙ্কার তথ্য। দ্বিতীয়র পর এবার তৃতীয় করোনা ঢেউ আসতে চলেছে ভারতে৷ চার মাসের মধ্যেই করোনা সংক্রমণের থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে চলেছে দেশ। এরকম সতর্কবাণীই শোনালেন করোনা গবেষকরা।

নয়া সমীক্ষা

নয়া সমীক্ষা

সম্প্রতি রয়টার্স সংবাদমাধ্যমের পক্ষ থেকে ভারতে একটি সমীক্ষা চালানো হয়। যেখানে ৪০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, বৈজ্ঞানিক, ভাইরোলজিস্ট, মহামারি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন রয়টার্সের সংবাদদাতারা। এই বিশেষজ্ঞদের ২৪ জন জানিয়েছেন অক্টোবরেই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ৷ তিনজন জানিয়েছেন অগাস্টেই ঢুকে পড়তে পারে করোনার তৃতীয় সংক্রমণ৷ ১২ জনের বক্তব্য সেপ্টেম্বরে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। এবং বাকিরা জানিয়েছেন এ বছর নভেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে করোনার আরও একটি ঝড় সামলাতে হবে ভারতকে৷

কতটা ক্ষতি করবে করোনার তৃতীয় ঢেউ?

কতটা ক্ষতি করবে করোনার তৃতীয় ঢেউ?

এ নিয়ে চিকিৎসক, গবেষকদের মধ্যে মত বিরোধ রয়েছে৷ তবে বেশিরভাগই মনে করেন দ্বিতীয় ওয়েভের থেকে ভালোভাবে করোনার তৃতীয় সংক্রমণ সামলাবে ভারত৷ দ্বিতীয় ওয়েভে এপ্রিল মে মাসে হাসপাতাল, অক্সিজেন, বেড, ওষুধ নিয়ে যে হাহাকার চলছিল সেরকম অবস্থা আগামীতে না হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি প্রচুর মানুষ ভ্যাকসিন নিয়ে নেবেন এই সময়ের মধ্যে। কিছু মানুষের মধ্যে প্রাকৃতিক হার্ড ইমিউনিটি তৈরি হবে দ্বিতীয়ওয়েভ থেকে৷ স্বাভাবিকভাবেই দ্বিতীয়বারের মতো এতটা ভয়ঙ্কর রূপ নেবে না করোনা।

থার্ড ওয়েভ কতটা প্রভাবিত করবে শিশুদের?

থার্ড ওয়েভ কতটা প্রভাবিত করবে শিশুদের?

রয়টার্সের প্রতিবেদনে শিশুদের সংক্রমিত হওয়া নিয়েও সহমত হতে পারেননি চিকিৎসকরা। করোনা চিকিৎসকদের একটি বড় অংশ মনে করেন থার্ড ওয়েভে সংক্রমিত হতে পারে ১৮ বছরের নীচে থাকা মানুষরা। শিশুদের উপর থার্ড ওয়েভ বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন এঁরা। কিন্তু করোনার বিশেষজ্ঞদের আর একটি অংশ মনে করেন প্রথম ও দ্বিতীয় ওয়েভের মতোই তৃতীয় বারেও কোভিড থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে শিশুরা।

English summary
In October, the research is called Corona 'Third Wave' in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X