For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#Demonetisation বরকে আশীর্বাদের ১১ টাকা, অতিথিদের জন্য শুধু চা

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছে মানুষ। এর জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বিয়ের মরশুম।

Google Oneindia Bengali News

গ্রেটার নয়ডা, ১৩ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছে মানুষ। এর জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বিয়ের মরশুম। নয়ডার এক পরিবার মেয়ের বিয়েতে বরকে আশীর্বাদে ১১ টাকা দিয়ে নয়া নজির গড়লেন।

মাত্র ৫০০ টাকায় বিয়ে সারলেন এই আইএএস দম্পতি!

#NoteBan এর জের : মাত্র ৫০০ টাকায় বিয়ের অনুষ্ঠান মিটল সুরাটে

গ্রেটার নয়ডার নাট্টোকি মাডিয়া গ্রামের বাসিন্দা মহাবীর সিং এবং তাঁর স্ত্রী জ্ঞানো। রবিবার রাতে মেয়ে সঞ্জুর বিয়েতে একেবারে সাদা সাপ্টা ব্যবস্থাপনা করে সবাইকে চমকে দেন মহাবীক।

#Demonetisation বরকে আশীর্বাদের ১১ টাকা, অতিথিদের জন্য শুধু চা

মহাবীর এবং তাঁর স্ত্রী দুজনেই শারীরিক প্রতিবন্ধী। নোটবাতিলের জেরে বিয়েতে কীভাবে খরচ করবেন তা ভেবে কুল কিনারাই পাচ্ছিলেন না।

কিন্তু তাদের হবু জামাই যোগেশ সাদাসাপ্টা বিয়ের ইচ্ছা প্রকাশ করে মহাবীরের পরিবারকে অনেকটা স্বস্তি জোগায়। মহাবীর পেশায় গাড়ির চালক, আলিগড়ের সফেদপুরার বাসিন্দা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি এই মহিলার!

বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য শুধুমাত্র চায়ের ব্যবস্থা করা হয়েছিল। বরবধূ মালা বদল করে বিয়ে করেন। বরকে আশীর্বাদে মাত্র ১১ টাকা দেওয়া হয়। যদিও গ্রামের কিছু ছেলে নিজেদের টাকা থেকে ডিজে গানের ব্যবস্থা করেছিলেন। তাতেই অতিথি অভ্যাগতরা সন্তুষ্ট হয়েছেন।

English summary
In No Cash Wedding Season, Groom Gets Rs. 11, Guests Served Just Tea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X