For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানায় তফসিলি জাতি-উপজাতির মানুষদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল প্রায় ২০শতাংশ

হরিয়ানায় তফসিলি জাতি-উপজাতির মানুষদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল প্রায় ২০শতাংশ

  • |
Google Oneindia Bengali News

গতকাল হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো দুই হেভি-ওয়েট রাজ্যে হয়ে গেছে বিধানসভা নির্বাচন। হরিয়ানাতে নিজেদের জয় একপ্রকার নিশ্চিত করেই ফেলেছে বিজেপি। আর এদিকে ভোট গ্রহণের দিনই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বার্ষিক রিপোর্টে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গত সোমবার প্রকাশিত ওই তথ্য অনুসারে হরিয়ানাতে গত কয়েক বছরে তফসিলি জাতি-উপজাতি সহ দলিতদের উপর অত্যাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়।

হরিয়ানায় তফসিলি জাতি-উপজাতির মানুষদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল প্রায় ২০শতাংশ


২০১৭ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওই বার্ষিক রিপোর্টে বলা হচ্ছে, শুধুমাত্র ২০১৬ সালেই তফসিলি জাতিভুক্ত মানুষদের উপর ঘটা ৬৩৯টি অপরাধমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে হরিয়ানার একাধিক থানায়। বিগত বছরের তুলনায় ২০১৬ সালেই রাজ্যজুড়ে এই অপরাধমূলক ঘটনা একলাফে বেড়ে ২৫.২৯ শতাংশে পৌঁছেছে বলেও জানা যায়। ওই রিপোর্টে দেখা যাচ্ছে পূর্ববর্তী বছরের তুলনায় ওই সম্প্রদায়গুলির উপর ৫১০ টিরও বেশি অত্যাচারের ঘটনা ঘটে শুধুমাত্র ২০১৬তেই। অন্যদিকে ২০১৭ তে এই ধরণের নৃশংসতার পরিমান ১৯.২৪ শতাংশ বেড়ে ৭৬২তে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, হরিয়ানাতে রাজ্যের মোট ভোটারের প্রায় ২২ শতাংশই দলিত, পাশাপাশি জাঠ ভোটার সংখ্যা প্রায় ২৯ শতাংশ। হরিয়ানাতে মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। সূত্রের খবর, যদিও এর আগে কোনও নির্বাচনেই হরিয়ানায় কোনও প্রভাবশালী দলিত নেতাকে ভোটে লড়তে দেখা যায়নি। দলিতদের উপর ঘটে চলা এই ধরণের ঘটনা শুধুমাত্র হরিয়ানাতেই নয়, দেশের বাকি রাজ্য গুলিতেও কমবেশি লক্ষ্য করা গেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।

অন্যদিকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওই রিপোর্টে দেখা যাচ্ছে শুধুমাত্র ২০১৭ সালে দেশব্যাপী তফসিলি জাতি-উপজাতির মানুষদের উপর ঘটা অপরাধের ৫৬ শতাংশই অপরাধই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারেই মতো রাজ্যে ঘটে। তফসিলি সম্প্রদায়ের মানুষের উপর বেড়ে চলা অপরাধের বিচারে ইতিমধ্যেই সব রাজ্যকে পিছনে ফেলে শীর্ষস্থানে মধ্যপ্রদেশ। ২০১৭ সালের ওই পরিসংখ্যানে বলা হচ্ছে মধ্যপ্রদেশে প্রতি এক লাখে প্রায় ৫২ জনের উপরেই এই জাতীয় জাতি-ভিত্তিক নৃশংসতার ঘটনা ঘটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই চাঞ্চল্যকর পরিসংখ্যানের জেরে হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর রাত পোহাতেই শাসক-বিরোধী সব দলের মধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

মহিলাদের উপর অপরাধে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্টমহিলাদের উপর অপরাধে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্ট

English summary
in case of Dalit oppression Madhya Pradesh is at the top of the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X