For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী আদিত্যনাথকে বড় উপদেশ দিলেন তাঁর পিতা আনন্দ সিং বিস্ত

চুরাশি বছরের বৃদ্ধ ফরেস্ট রেঞ্জার আনন্দ সিং ছেলে আদিত্যনাথকে যে উপদেশ দিলেন তা তুলনাহীন। তিনি ছেলেকে বলেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। বোরখা পরা মহিলারাও তোমাকে ভোট দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ২২ মার্চ : উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী পদে বসেছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তাঁর আমলে রাজ্যের ধর্মীয় ঐক্য কেমন থাকবে তা নিয়ে নানা মহলে এখন থেকেই সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এই অবস্থায় পিতা হয়ে ছেলে আদিত্যনাথকে বড় শিক্ষা দিলেন আনন্দ সিং বিস্ত।[কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে বেছে নিলেন মোদী ও অমিত শাহ?]

চুরাশি বছরের বৃদ্ধ ফরেস্ট রেঞ্জার আনন্দ সিং ছেলে আদিত্যনাথকে যে উপদেশ দিলেন তা তুলনাহীন। তিনি ছেলেকে বলেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। বোরখা পরা মহিলারাও তোমাকে ভোট দিয়েছে। সমস্ত ধর্মকে সম্মান দিয়ে সকলের মন জয় করতে হবে।[যোগী আদিত্যনাথ-ভিন ডিজেলের মুখের মিল: টুইটার মজেছে মজায়!]

যোগী আদিত্যনাথকে বড় উপদেশ দিলেন তাঁর পিতা আনন্দ সিং বিস্ত

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আনন্দ সিং জানিয়েছেন, ছেলের কাঁধে এখন অনেক দায়িত্ব। মুসলমান মহিলারাও বিজেপিকে ভোট দিয়েছে। তিন তালাক সহ নানা ইস্যু নিয়ে তাদের উচ্চাশা রয়েছে। সমস্ত ধর্মের মানুষ বিজেপিকে বিশ্বাস করছে। সকলে বিশ্বাস করছে আদিত্যনাথ তাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।[(ছবি) যোগী আদিত্যনাথকে নিয়ে নানা অজানা তথ্য একনজরে]

পাউরি জেলায় পাঞ্চুর গ্রামে সহধর্মিণী সাবিত্রীদেবীকে নিয়ে থাকেন আনন্দ সিং। প্রথম দিন ক্ষমতায় এসেই আদিত্যনাথ বলেছেন, মানুষকে এমন কোনও কথা না বলতে যাতে কেউ আহত হন। এই বক্তব্য ভালো লেগেছে বাবা আনন্দের। তিনি জানাচ্ছেন, আদিত্যনাথ মন থেকে চেষ্টা শুরু করেছে। এটা স্পষ্ট। তবে হিন্দুত্ববাদী তকমা ঝেড়ে ফেলতে হবে আদিত্যনাথকে।[(ছবি) যে বিতর্কিত মন্তব্য বারবার শিরোনামে এনেছে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে]

English summary
Women in burqa too voted for you : Father of Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X