For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা উপনির্বাচনে দুরমুশ বিজেপি! কংগ্রেস-সপা-তৃণমূলের জয়ে জোরালো মোদী-বিরোধী হাওয়া

বিধানসভা উপনির্বাচনে দুরমুশ বিজেপি! কংগ্রেস-সপা-তৃণমূলের জয়ে জোরালো মোদী-বিরোধী হাওয়া

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা পদ্ম শিবিরে। ২০১৮ সালের বিধানসভা উপনির্বাচনে একাধিক জায়গায় নিজের শক্ত জমি হারিয়েছে বিজেপি। আঁতুরঘর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে নূরপুর কেন্দ্রে বিজেপিকে কার্যত দুরমুশ করে জয় ছিনিয়ে নিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী নইমুল হাসান। অন্যদিকে, মেঘালয়ের আমপাতিতে কংগ্রেসের জয় , ফের একবার বিজেপি শিবিরকে সরিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। পশ্চিমবঙ্গের মহেশতলাতে তৃণমূলের দুলাল দাসের বিপুল ভোটে জয়ের ছবিটাও জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।

বিধানসভা উপ নির্বাচনের রাজনৈতিক ছবি

বিধানসভা উপ নির্বাচনের রাজনৈতিক ছবি

একদিকে যেমন কংগ্রেসের পক্ষে ভোট পড়ার ট্রেন্ড , তেমন অন্যদিকে আঞ্চলিক দলগুলির জয়লাভ, সব মিলিয়ে প্রবল মোদী বিরোধী তথা বিজেপি বিরোধী হাওয়ায় সরগরম বিধানসভা উপনির্বাচন। বেলা গড়াতেই খবর আসতে থাকে বিভিন্ন জায়গায় বিধানসভা উপনির্বাচনের ফলাফলের।

[আরও পড়ুন: কৈরাণে হারতে চলেছে বিজেপি, আরএলডি এগিয়ে ৪১ হাজারেরও বেশি ভোটে][আরও পড়ুন: কৈরাণে হারতে চলেছে বিজেপি, আরএলডি এগিয়ে ৪১ হাজারেরও বেশি ভোটে]

গোবলেয় ফলাফল

গোবলেয় ফলাফল

তালিকায় সবচেয়ে আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নূরপুর। সেখানে বিজেপির অবণী সিংকে ৬২১১ ভোটে পরাজিত করেন সপা প্রার্থী নইমুল হাসান। বিহারের জোকিহাটে আরজেডি প্রার্থী শাহনওয়াজ আলম ৪১, ২২৪ ভোটে জয়ী হয়েছেন । হারিয়েছেন জেডিইউ-বিজেপি জোটকে।

[আরও পড়ুন:মহেশতলার উপনির্বাচন গণনার আপডেট: ৬২ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল][আরও পড়ুন:মহেশতলার উপনির্বাচন গণনার আপডেট: ৬২ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল]

আঞ্চলিক শক্তির জয়

আঞ্চলিক শক্তির জয়

ঝাড়খণ্ডের সিল্লিতে জয়ী হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেত্রী সীমা দেবী মাহাতো। গোমিয়াতে অবশ্য গড় ধরে রাাখার মরিয়া লড়াই করে বিজেপি। শেষমেশ জয়লাভ করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। যদিও , কেরলের চেনগান্নুর বিধানসভা আসন ধরে রাখে সিপিএম। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মহেশতলাতেও আসন ধরে রেখেছে তৃণমূল। সেখানে ৬২ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী দুলাল দাস।

বিজেপির জয়

বিজেপির জয়

নিজের গড় উত্তরাখণ্ডেই একমাত্র্ বিধানসভা নির্বাচনে পোক্ত জমি পেয়েছে বিজেপি। সেখানের থারালি কেন্দ্রে জয় লাভ করে বিজেপি। সেখানে কংগ্রেসের জীতরাম টম্টাাকে হারিয়ে দেন বিজেপির মুন্নি দেবী।

মেঘালয়ের ছবি

মেঘালয়ের ছবি

মেঘালয়ের আমপাতি কেন্দ্র থেকে জয় লাভ করেন কংগ্রেস প্রার্থী মিয়ানি ডি শিরা । এই রাজ্যের বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের জয়ের ফলে ফের একবার মেঘালয়ে কংগ্রেস সরকার আসার সম্ভাবনা তৈরি হল। সূত্রের খবর, সেখানে কর্ণাটকের ঘরানাতেই সরকার গঠনের স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেসে। ফলে মেঘালয়ের বিধানসবা আসনের এই জয় বেশ তাৎপর্যপূর্ণ।

 মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্ক

মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্ক

সকালে গণনা শুরু হওয়া মাত্র মহারাষ্ট্রের পালুস কাড়েগাঁওয়ে কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ কদমের জয়ের খবর আসে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তিনি। এই জয়ের নেপথ্যেও রয়েছে আঞ্চলিক শক্তি শিবসেনা। সেখানে শিবসেনা কংগ্রেসকে সমর্থন করায়, প্রার্থী তুলে নিতে বাধ্য হয় বিজেপি।

আর আর নগর

আর আর নগর

কর্ণাটকে বিজেপি-দূর্গকে ধূলিসাৎ করে দেয় কংগ্রেস। এই আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী এন মুনিরত্না। মুনিরত্নার জয়ের ব্যবধান ৪১১৬২ ভোট।এর আগে ২০০৮ সালে এই এলাকা ছিল পদ্মশিবিরের দখলে। তবে ২০১৩ সালে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। ১৮৮১৩ এর ব্যবধানে সেবছরে জয়ী হন মুনিরত্না। এবছরে সেই জয়ের ব্যবধান প্রায় দ্বিগুণ অঙ্ক ছাডি়য়ে গেল।

পঞ্জাব

পঞ্জাব

পঞ্জাবের শাহকোটে জয়ী হয় কংগ্রেস।সেখানে নিজের গড় ধরে রেখে বিজেপি-কে কার্যত কোণ ঠাসা করে দেন কংগ্রেস প্রার্থী লড্ডি শেরওয়ালিয়া।

English summary
In Assembly by polls 2018 anti BJP force crashed Modi-Amit shah Brigade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X