For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন', টেলিকম মামলায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

'চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন', টেলিকম মামলায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশকে টপকে ৪ লক্ষ কোটি টাকা বকেয়া কর আদায় নিয়ে কেন্দ্র টেলিকম সংস্থা গুলির সঙ্গে যে সমঝোতা করছে তা একেবারেই অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীনের মত কাজ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহ-র বেঞ্চ কেন্দ্রকে এই নিয়ে চরম ভর্ৎসনা করে। এবং কড়া নির্দেশিকা দিয়ে বলা হয় কোনও রকম কর মকুব করা হবে না। শীর্ষ আদালত যা ঠিক করে দিয়েছে সেটাই শেষ কথা।

চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন, টেলিকম মামলায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

বৃহস্পতিবার শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহতা ডট-র হয়ে বলেন, কী করে এজিআর পিএসইউ-গুলির প্রেক্ষিতে বাড়ল তা তারা হলফনামা দিয়ে জানাবে। তারপরেই সুপ্রিম কোর্ট জানায় বেসরকারি টেলিকম সংস্থা গুলিকে হলফনামা দিয়ে জানাতে হবে কীভাবে তারা বকেয়া এজিআরের টাকা মেটাবে।

গত ১৮ মে সুপ্রিম কোর্ট এজিআর না মেটানোয় ভোডাফোন, ভারতী এয়ারটেল তীব্র ভর্ৎসনা করে। তারপরেই তাঁদের বলা হয়ে জরিমানা সহ কর দিয়ে হবে তাঁদের। এছাড়া সুদ তো আছেই। ১.৬ কোটি টাকা জরিমানা করা হয়েছিল সংস্থাগুলিকে।

একুশে বাংলা হবে বিজেপির দুর্গ, ভার্চুয়াল ব়্যালির আড়ালে লুকিয়ে বিজেপির কোন ষড়যন্ত্রএকুশে বাংলা হবে বিজেপির দুর্গ, ভার্চুয়াল ব়্যালির আড়ালে লুকিয়ে বিজেপির কোন ষড়যন্ত্র

English summary
In AGR Due case Supreme Court slams center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X