For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ মায়ের, এই প্রথম অ্যান্টিবডি নিয়ে জন্ম নিল শিশুকন্যা

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ মায়ের, এই প্রথম অ্যান্টিবডি নিয়ে জন্ম নিল শিশুকন্যা

Google Oneindia Bengali News

অ্যান্টিবডি শরীরে নিয়েই জন্ম নিল এক শিশু। এ ধরনের ঘটনা প্রথমবার ঘটল। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মা গর্ভবতী থাকাকালিন কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। মায়ের সঙ্গে সঙ্গে তাঁর গর্ভে থাকা শিশিটির শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়, যা মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ মায়ের, এই প্রথম অ্যান্টিবডি নিয়ে জন্ম নিল শিশুকন্যা


তবে এই ঘটনা নিয়ে পর্যালোচনা এখনও চলছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মা মর্ডানা এমআরএনএ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তাঁর গর্ভাবস্থার ৩৬ সপ্তাহে তিন দিন পর। ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর ওই মহিলা সবল, সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের তৎক্ষণাত পর চিকিৎসকরা তার রক্তের নমুনা পরীক্ষা করে দেখেন যে শিশুটির শরীরে সার্স–কোভ–২ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

আমেরিকার ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এই সমীক্ষার গবেষক পল গিলবার্ট ও চ্যা রুদনিক বলেন, '‌আমরা এই ধরনের কেস প্রথমবার দেখলাম, যেখানে গর্ভবতী থাকাকালিন মা ভ্যাকসিন ডোজ নেওয়ার পর তাঁর সদ্যোজাত শিশুর মধ্যে সার্স–কোভ–২ আইজিজি অ্যান্টিবডি সনাক্ত হয়েছে রক্তে।’‌ চিকিৎসকরা জানিয়েছেন যে ওই মহিলা টিকাকরণের স্বাভাবিক ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবে, তাতে তাঁর শিশুকে স্তন্যপান করানোয় কোনও সমস্যা হবে না।

পূর্বের গবেষণায় দেখা গিয়েছিল যে কোভিডে সুস্থ হওয়া মায়েদের প্লাসেন্টা হয়ে তাঁদের ভ্রুণে অ্যান্টিবডির প্রবেশ করা প্রত্যাশার চেয়ে কম ছিল। কিন্তু বর্তমান গবেষণায় গর্ভবতীকে টিকা দেওয়ার মাধ্যমে মা ও শিশুর সার্স–কোভ–২ থেকে সুরক্ষা ও সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সম্ভাবনা দেখিয়েছে। তবে গিলবার্ট ও রুদনিক জানিয়েছেন যে মাকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে শিশুদের মধ্যে গড়ে ওঠা অ্যান্টিবডি কতটা প্রতিক্রিয়া দেখাবে তা জানার জন্য দীর্ঘ অধ্যায়নের প্রয়োজন।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
This is the first time a woman has given birth to a baby with antibodies against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X