For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৯টি অ্যাপ নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতির মুখে চিন? কীভাবে প্রভাবিত হবে ভারতীদের জীবন!

Google Oneindia Bengali News

লাদাখ নিয়ে ভারত-চিন সংঘাত বেড়েই চলেছে। ক্রমেই লাদাখে সেনা ও অত্যাধুনিক অস্ত্র বাড়াচ্ছে দুই দেশ। এহেন যুদ্ধের আবহের আঁচ গিয়ে পড়েছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। এর জেরে ভারতে ৫৯টি চিনা অ্যার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। টিকটক, ইউসি ব্রাউজার, ক্যাম স্ক্যানার, হেলো অ্যাপ সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ এই তালিকায় রয়েছে। তবে এই অ্যাপগুলি নিষিদ্ধ হওয়ার কারণে কী প্রভাব পড়বে বর্তমান পরিস্থিতিতে?

 নিষিদ্ধ অ্যাপের সম্মিলিত ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটি

নিষিদ্ধ অ্যাপের সম্মিলিত ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটি

সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতি তিনজন ভারতীয়র মধ্যে একজনের ফোনে এসব নিষিদ্ধ অ্যাপের একটা না একটা ছিল এতদিন। মে মাসে এই সব নিষিদ্ধ অ্যাপের সম্মিলিত ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি। শুধু টিকটক ব্যবহার করে এমন ১০ কোটি ভারতীয় রয়েছেন।

ভারতে টিকটকের ব্যবসার পরিমাণ

ভারতে টিকটকের ব্যবসার পরিমাণ

এর আগে অপর একটি মামলার প্রেক্ষিতে এক সপ্তাহর জন্য নিষিদ্ধ ছিল টিকটক। সেই সময় আদালতে টিকটক জানিয়েছিল যে এর জেরে প্রতিদিন তাদের পাঁচ লক্ষ ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ২০১৯ সালে ভারতীয়রা টিটকে ৫৫০ কোটি ঘণ্টা কাটিয়েছে। শুধু ডিসেম্বর থেকেই টিকটকের ব্যবহারকারী ৯০ শতাংশ বৃদ্ধি পায়। তাহলে এখন এই ক্ষতির পরিমাণ কত দাঁড়াতে পারে!

কেন এত জনপ্রিয় হয় এই চিনা অ্যাপগুলি?

কেন এত জনপ্রিয় হয় এই চিনা অ্যাপগুলি?

টিকটক সহ এই বেশ কয়েকটি অ্যাপ স্থানীয় ভাষায় নিজেদের কার্যক্রম করায় ভারতীয়দের মধ্যে এদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। টিকটক ছাড়াও হেলো, বিগো, লাইকি এদের মধ্যে অন্যতম। এখন এই অ্যাপ ব্যবহারকারীদের একটি অন্য মাধ্যম খুঁজতে হবে। যা ভারতীয় অ্যপ ডেভেলপরদের জন্য এক সুবর্ণ সুযোগ হতে পারে।

ভারতের বাজারে চিনা অ্যাপের প্রভাব

ভারতের বাজারে চিনা অ্যাপের প্রভাব

আদতে চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর সব থেকে বাজার হয়ে দাঁড়িয়েছিল ভারত। ফেসবুক, টুইটারকে টেক্কা দিয়ে ভারতের টপ ১০ অ্যাপসে জায়গা করে নিয়েছিল ৬টি চিনা সংস্থার অ্যাপ। নিষিদ্ধ ৫৯টি অ্যাপ ভারতের ক্ষেত্রে অ্যাপেল-এর সিস্টেমে ডাউনলোড হয় ৪৯০ কোটি বার।

ভারতের জন্য সুযোগ

ভারতের জন্য সুযোগ

শুধু টিকটকের ক্ষেত্রেই ২০১৮ সাল থেকে ৬৫ কোটি ডাউনলোড লক্ষ্য করা গিয়েছে। গোটা বিশ্বে শুধু মাত্র ভারতেই টিকটকের ২০ শতাংশের বেশি ব্যবহারকারী। যেকোনও জায়গায় দাঁড়িয়ে ১৫ সেকন্ড ভিডিও বানানোর জন্য এই অ্যাপ খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ইউটিউবের মতো অ্যাপকে টেক্কা দিতে শুরু করে তারা। তবে বর্তমান পরিস্থিতিতে এক বিশাল ফাঁকা স্থান তৈরি হল, যা ভরাট করে তার সুযোগ তুলতে পারে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি।

ফের জঙ্গি নিশানায় মুম্বইয়ে তাজ হোটেল! করাচি হামলার 'বদলা' নিতে বড়সড় নাশকতার ছকফের জঙ্গি নিশানায় মুম্বইয়ে তাজ হোটেল! করাচি হামলার 'বদলা' নিতে বড়সড় নাশকতার ছক

English summary
Impact on Indians and Chinese business due to ban of 59 apps amid ladakh face off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X