For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাল সতর্কতা জারি দিল্লি, উত্তরপ্রদেশে! প্রবল ঠান্ডার সঙ্গে কী ঘটতে চলেছে সেখানে

  • |
Google Oneindia Bengali News

প্রবল শৈত্যপ্রবাহে কার্যত কাবু উত্তর ভারত। সেখানে দিল্লি থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত একাধিক জায়গায় চলেছে শৈত্যপ্রবাহ। ১৯০১ সালের পর এই প্রথমবার তাপমাত্রার পারদ দিল্লিতে মাইনাসের দিকে ছুটে চলছে। এরই মধ্যে রাজধানী সহ একাধিক উত্তরভারতের রাজ্যে জারি হল লাল সতর্কতা।

'লাল' সতর্কতায় দিল্লির তাপমাত্রা কত?

'লাল' সতর্কতায় দিল্লির তাপমাত্রা কত?


এদিন সকালে রাজধানী দিল্লির তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ২.৪ ডিগ্রিতে। এরপরই শৈত্যপ্রবাহের সতর্কতার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে রাজধানীতে। আিএমডির তরফে জারি হয়েছে এই সতর্কতা।

 কী ঘটছে উত্তরপ্রদেশ, হরিয়ানায়?

কী ঘটছে উত্তরপ্রদেশ, হরিয়ানায়?

প্রবল শীতের দাপটে উত্তরপ্রদেশ ও হরিয়ানায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে। তবে রাত বাড়তেই তাপমাত্রা আরও কমতে শুরু করবে। জানা গিয়েছে, রাতের দিকে পশ্চিম রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এরসঙ্গে শৈত্যপ্রবাহের জেরেই জারি হয়েছে সতর্কতা। শুধু তাই নয় গোটা রাজধানী এদিন প্রবল ঠান্ডায় কুয়াশাচ্ছন্ন ছিল সকাল থেকেই।

 উত্তরপূর্বে শুরু হয়েছে বরফপাত

উত্তরপূর্বে শুরু হয়েছে বরফপাত

উত্তরপূর্বের একাধিক জায়গায় শুরু হয়েছে বরফপাত। নাগল্যান্ডে গত কয়েকদিন ধরে চলছে প্রবল বরফপাত। গত কয়েক বছরে নাগাল্যান্ডে এমন বরফপাত দেখা যায়নি।

English summary
IMD issues red warning for Delhi, UP, Haryana for Sunday as cold wave tightens grip.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X