For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত ICMR এর নতুন গাইডলাইন, জেনে নিন কাদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক!

প্রকাশিত ICMR এর নতুন গাইডলাইন, জেনে নিন কাদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক!

  • |
Google Oneindia Bengali News

দেশে লাগামহীন করোনা গ্রাফ। ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে আক্রান্তের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এবার একটি গাইডলাইন প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে করোনা আক্রান্ত হওয়ার কতদিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। বা কাকেই বা করোনা পরীক্ষা করানো খুব জরুরি। বদলে দেওয়া হচ্ছে আগের নির্দেশ। গাইডলাইনে অনেক গুলি নিয়ম রাখা হয়েছে, তা জেনে নিন।

কাদের কোভিড পরীক্ষা দরকার নেই

কাদের কোভিড পরীক্ষা দরকার নেই

ICMR নির্দেশিকা অনুসারে বলা হচ্ছে, উপসর্গহীন মানুষ,যারা সদ্যই হোম আইসোলেশন শেষ করেছেন,বা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ নয় তাঁদের করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই।

কাদের করোনা পরীক্ষা জরুরি

কাদের করোনা পরীক্ষা জরুরি

এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে করাতে হবে না করোনা পরীক্ষা। তবে, যেসব ব্যক্তির মধ্যে যে ব্যক্তির মধ্যে সামান্য লক্ষণ রয়েছে তাঁদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক।

আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের করোনা পরীক্ষা করাতে হবে

আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের করোনা পরীক্ষা করাতে হবে

যেসব ব্যক্তিরা আন্তর্জাতিক ভ্রমণ করছেন তাঁদের কোভিড পরীক্ষা করাতে হবে। আন্তর্জাতিক ভ্রমণকারীরা ভারতীয় বিমানবন্দর, সমুদ্রবন্দর বা প্রবেশের অন্যান্য বন্দরে আসছেন। তাঁদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক।

 উচ্চ ঝুঁকিপূর্ণ কোভিড পরীক্ষা বাধ্যতামূলক

উচ্চ ঝুঁকিপূর্ণ কোভিড পরীক্ষা বাধ্যতামূলক

আইসিএমআর গাইড লাইনে স্পষ্ট বলা আছে, যে সমস্ত ব্যক্তি উচ্চ ঝুঁকিপূর্ণ অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সী, ডায়াবেটিস রোগী, স্থূলতা, দীর্ঘস্থায়ী ফুসফুস বা কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ইত্যাদির মতও কোনও সহজাত রোগ আছে এমন ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। সমস্ত লক্ষণযুক্ত রোগী ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কোভিড পরীক্ষা করাতে হবে।

 হাসপাতালে ভর্তি রোগীর করোনা পরীক্ষা দরকার

হাসপাতালে ভর্তি রোগীর করোনা পরীক্ষা দরকার

কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে সপ্তাহে একবার করোনা পরীক্ষা করা উচিত। এছাড়াও উপসর্গহীন রোগীদের অস্ত্রোপচার করা হচ্ছে, প্রসবকালীন গর্ভবতী মহিলাদের করোনা পরীক্ষা করা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়।

 কোভিডের কী কী পরীক্ষা জরুরি

কোভিডের কী কী পরীক্ষা জরুরি

কোভিডের আরটি-পিসিআর,ট্রুনাট, সিবিএনএএটি, সিআরআইএসপিআর , আরটি-ল্যাম্প, র‍্যাপিড মলিকুলার টেস্টিং সিস্টেম , র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা প্রয়োজন।


English summary
New ICMR guidelines published, many rules have been laid down in the guidelines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X