For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও সহজ হচ্ছে করোনা পরীক্ষা, ৩ ঘণ্টায় মিলবে রিপোর্ট, নয়া RT-PCR টেস্টের অনুমোদন আইসিএমআরের

আরও সহজ হচ্ছে করোনা পরীক্ষা, ৩ ঘণ্টায় মিলবে রিপোর্ট, নয়া RT-PCR টেস্টের অনুমোদন আইসিএমআরের

Google Oneindia Bengali News

করোনা চিহ্নিতকরণের নতুন আরটি-পিসিআর টেস্টের অনুমোদন দিল আইসিএমআর। যাতে তিন ঘণ্টার মধ্যে মিলবে রেজাল্ট। স্যালাইন গার্সেল সিস্টেমে হবে এই পরীক্ষা। সোয়াব কালেকশন করতে হবে না। এতে সুবিধা হবে যাঁরা পরীক্ষা করছেন তাঁদেরও আবার যাঁরা পরীক্ষা করতে দিচ্ছেন তাঁদেরও। কয়েকদিন আগেই বাড়িতেই করোনা পরীক্ষা কিট বাজারে এসেছে।

করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে

করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে

দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ থেকে নেমে ১ লক্ষের ঘরে রয়েছে। গতকালে থেকে আজ করোনার দৈিনক সংক্রমণ আরও কমেছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমেছে। পশ্চিমবঙ্গে ৩৩ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

নয়া আরটিপিসিআর টেস্ট

নয়া আরটিপিসিআর টেস্ট

আরও সহজ হচ্ছে করোনা পরীক্ষা। নয়া আরটিপিসিআর টেস্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। তাকে বলা হচ্ছে স্যালাইন গার্গল আরটি-পিসিআর টেস্ট। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের তৈরি এই বিশেষ আরটি পিসিআর টেস্ট। এর জন্য দীর্ঘ লাইন দিতে হবে না পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষকের প্রয়োজন নেই। করোনা আক্রান্ত ব্যক্তি বা যাঁর উপসর্গ রয়েছে তিনি নিয়েই নিজের নমুনা সংগ্রহ করতে পারবেন।

কীভাবে হবে পরীক্ষা

কীভাবে হবে পরীক্ষা

এই নয়া আরটি-পিসিয়ার টেস্টে সোয়াব কালেকশনের প্রয়োজন নেই। একটি টেস্ট টিউবে নির্দিষ্ট পরিমান স্যালাইন থাকবে। সেটি করোনা আক্রান্ত ব্যক্তি নিজের মুখের মধ্যে ঢেলে গার্গল করবেন।তারপর সেটি মুখ থেকে সরাসরি টেস্ট টিউবের মধ্যে েদবেন। তারপরেই ৩ ঘণ্টার মধ্যেই পেয়ে যাবেন রিপোর্ট। তবে এখনও এটা বাড়িতে দেওয়া হবে না। তার জন্য পরীক্ষাগারে বা ল্যাবে দিতে হবে টেস্টটিউবটি।

 পরীক্ষার খরচ কমবে

পরীক্ষার খরচ কমবে

এই নতুন ধরনের আরটি-পিসিআর টেস্টে করোনা পরীক্ষার খরচ অনেকটাই কমবে বলে জানানো হয়েছে। কারন এতোদিন আরটি-পিসিআর টেস্টের জন্য পিপিই কিট প্রয়োজন হবে না। কারণ সরাসরি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে হবে না ল্যাব অ্যাসিস্ট্যান্টদের। অনেক কম খরচে এবং সহজে হবে পরীক্ষা।

English summary
ICMR permitted new RT-PCR testing which give Corona result within 3 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X