২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ২৭টি বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রের
বুধবার সংসদে একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ২০১৫-১৬ সালে বায়ুসেনার মোট ৩৩ টি বিমানের দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে ১৯টি যুদ্ধবিমান। এছাড়া রাশিয়ার তৈরি আন্তোনাভ বিমান ব্যবহার বন্ধ করার পরিকল্পনা নেই বায়ুসেনার। সংসদে এমনটাও জানিয়েছেন তিনি।

অরুণাচল প্রদেশে আন্তোনাভ বিমান ভেঙে পড়ার ঘটনার পরেও এই বিমান বায়ুসেনা ব্যবহার করবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হতেই রাজনাথ বলেন, এই মুহূর্তে আন্তোনাভ বিমান বাতিল করার কোনও প্রশ্নই উঠছে। এই বিমান এখনও অত্যন্ত ব্যবহার উপয়োগী এবং বায়ুসেনার সামগ্রী পরিবহণে অনেক কাজে লাগে। তাই একটা দুর্ঘটনার জন্য কোনও ভাবেই এই বিমান বাতিল করা হবে না বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ জুন বায়ুসেনার এএন-৩২ বিমান ভেঙে পড়ে। তাতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। তার অর্থ এই নয় যে এই বিমান বাতিল করে দিতে হবে। এমনই মন্তব্য করেছেন রাজনাথ। বায়ুসেনার কাছে এখনও যে আন্তোনাভ বিমানগুলি রয়েছে সেগুলি অত্যন্ত উন্নতমানের। বাকি গুলিকেও ধাপে ধাপে উন্নত করে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।