For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের ‘চক্রব্যুহ’ ভেদ করে ঘরে ফিরলেন অভিনন্দন, খুশির বার্তা বায়ুসেনার

পাকিস্তানের চক্রব্যুহ থেকে বেরিয়ে ভারতের মাটিতে রেখেছেন বীর সেনা অভিনন্দন বর্তমান। তাঁকে স্বাগত জানানো হল ভারতীয় বায়ুসেনা। পাক রেঞ্জার্সের তরফে তাঁকে ওয়াঘা সীমান্তে বিএসএফের হাতে প্রত্যার্পণ করে।

Google Oneindia Bengali News

পাকিস্তানের চক্রব্যুহ থেকে বেরিয়ে ভারতের মাটিতে রেখেছেন বীর সেনা অভিনন্দন বর্তমান। তাঁকে স্বাগত জানানো হল ভারতীয় বায়ুসেনা। পাক রেঞ্জার্সের তরফে তাঁকে ওয়াঘা সীমান্তে বিএসএফের হাতে প্রত্যার্পণ করে। তারপরই বিএসএফ তাঁকে বায়ুসেনার হাতে তুলে দেয়। বীর সেনাকে পেয়ে বায়ু সেনা তাঁদের খুশি ব্যক্ত করেন বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল এস কাপুর।

পাকিস্তানের ‘চক্রব্যুহ’ ভেদ করে ঘরে ফিরলেন অভিনন্দন, খুশির বাঁধ ভাঙল বায়ুসেনার

তিনি বলেন, অভিনন্দনের বাড়ি ফেরা আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা খুশি। খুশি বায়ুসেনার সমস্ত আধিকারিক, তাঁর সমস্ত সহকর্মীরা, খুশি আপামর দেশবাসী। এবার বায়ুসেনারা তরফে তাঁর মেডিকেল পরীক্ষা হবে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হবে। তবে কেন তাঁকে ছাড়তে প্রায় চার ঘণ্টারও বেশি দেরি হল, তা নিয়ে বায়ুসেনা কিছু জানে না বলে অভিমত ব্যক্ত করেন এয়ার ভাইস মার্শাল।

জানা গিয়েছে, লাহোর থেকে ওয়াঘা সীমান্তে আসতেই দেরি হয়ে যায় অভিনন্দনের। কেন তাঁর ওয়াঘায় নিয়ে আসতে দেরি হল, তার ব্যাখ্যা নেই। অভিনন্দনকে সড়কপথে আনা হয় ওয়াঘায়। তার জন্য তো দেরি হয়েইছে। কিন্তু লাহোরে তিনটে নাগাদ পৌঁছনোর পর কেন এত দেরি হল, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

[আরও পড়ুন: অভিনন্দনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে][আরও পড়ুন: অভিনন্দনের বন্যায় ভেসে ওয়াঘার এপারে পা রাখলেন অভিনন্দন, কুর্নিশ বীর সেনাকে]

ভারত বলেছিল, আমরা চাটার্ড বিমান পাঠাচ্ছি। সেই বিমানে অভিনন্দনকে ওয়াঘায় পাঠানো হোক। কিন্তু পাকিস্তান না মানেনি। পাকিস্তান সড়কপথে অভিনন্দনকে লাহোর হয়ে ওয়াঘায় নিয়ে আসে। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তার জেরেই নির্ধারিত সময়ের থেকে চার ঘণ্টারও বেশি সময় লেগে যায় প্রত্যার্পণে। সাকুল্যে ৬০ ঘণ্টা পর ভারতের মাটিতে ফেরেন অভিনন্দন।

[আরও পড়ুন: পাকিস্তানের চালিয়াতি! ওয়াঘাতেই ৫ ঘণ্টারও বেশি আটকে অভিনন্দন বর্তমান ][আরও পড়ুন: পাকিস্তানের চালিয়াতি! ওয়াঘাতেই ৫ ঘণ্টারও বেশি আটকে অভিনন্দন বর্তমান ]

English summary
IAF expresses extreme pleasure to get return to Wing Commander Abhinandan varthaman finally. He returns home from Pakistan after 60 hours.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X