For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি বিজেপি করি, তাই আমার বাড়িতে ইডি আসবে না! পদ্ম নেতার বিতর্কিত মন্তব্যে চাপে মোদী শিবির

আমি বিজেপি করি, তাই আমার বাড়িতে ইডি আসবে না! বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

বিতর্ক ও বিজেপি ক্রমেই যেন সমার্থক হয়ে উঠছে। এবার বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল। মহারাষ্ট্রের সাংলিতে একটি মলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, “ইডি আমার বিরুদ্ধে অভিযান চালাবে না। কারণ, আমি ক্ষমতায় আছি। আমি বিজেপি করি।” এখানেই না থেমে রীতিমতো দম্ভের সুরে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা আমার কথা রেকর্ডও করতে পারেন। তাতেও আমার কোনো সমস্যা হবে না।”

কী বললেন বিজেপি সাংসদ

কী বললেন বিজেপি সাংসদ

তাঁর এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। পদ্ম শিবিরের এই বিখ্যাত নেতার আরও দাবি, "আমরা ব্যাঙ্ক থেকে ঋণ নিই ৪০ লক্ষ টাকার গাড়ি কেনার জন্য। ইডি যদি দেখে আমরা কতটা ধার নিয়েছি, তাহলে অবাক হবে। সবই বেরিয়ে আসবে। যাইহোক, আমি সত্য বলছি, আমি ক্ষমতায় থাকায় ইডি আমার উপর অভিযান চালাবে না। আমি একজন বিজেপি সাংসদ।" এদিকে তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়েও চলছে বিস্তর চাপানৌতর।

চাপে বিজেপি

চাপে বিজেপি

এদিকে সঞ্জয় পাতিলের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হর্ষবর্ধন পাতিলও সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন এখন তিনি শান্তিতে ঘুমাতে পারেন। কারণ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জেরা করতে আসে না। তাদের ঠেকাতেই নাকি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর মন্তব্য নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে সাম্প্রতিক সময়ে। যা নিয়ে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির।

বাড়ছে জল্পনা

বাড়ছে জল্পনা

অন্যদিকে বিরোধী নেতাদের বাড়িতে কখন সিবিআই তো কখনও ইডির রেড নিয়ে এরা আগেও একাধিকবার বড়সড় জল্পনা হয়েছে গোটা দেশজুড়ে। এমনকী সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা নিয়েও অভিযোগের তীর ওঠে বিজেপির দিকে। এমনকী এও শোনা যায় অনেক নেতাউ সিবিআই-ইডির চাপে পড়েই বিজেপিতে ভিড়ছেন। যদিও এই সমস্ত অভিযোগকেই বিশেষ পাত্তা দিচ্ছে না বিজেপি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
I do BJP, so ED won't come to my house, speculation grows on controversial remarks by BJP leader in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X