For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী, তাই পেট্রোলের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলে না! মোদীকে খোঁচা মন্ত্রিসভার সদস্যের

রাজস্থান সফররত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেকে প্রশ্ন করা হয়েছিল পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি তাঁর ওপর কোনও প্রভাব ফেলেছে কিনা। সেই সময় মন্ত্রী এই উত্তর দেন তিনি মন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

তিনি মন্ত্রী। তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি তার ওপর কোনও প্রভাব ফেলছে না। রাজস্থান সফররত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেকে প্রশ্ন করা হয়েছিল পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি তাঁর ওপর কোনও প্রভাব ফেলেছে কিনা। সেই সময় মন্ত্রী এই উত্তর দেন তিনি মন্ত্রী। তাই তার ওপর মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে না।

মন্ত্রী, তাই পেট্রোলের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলে না! মোদীকে খোঁচা ক্যাবিনেট সদস্যের

মন্ত্রী হওয়ার জন্য যেসব টাকা তিনি সরকার থেকে পান তারও উল্লেখ করেন আটওয়ালে। তিনি বলেন, যখন তিনি মন্ত্রিত্ব হারাবেন, তখন তিনি মূল্যবৃদ্ধির প্রভাব বুঝতে পারবেন। এমনটাও মন্তব্য করেছেন তিনি।

[আরও পড়ুন: শুভেন্দুর গড়ে হামলা দিলীপ ঘোষের গাড়িতে, বিজেপি রাজ্য সভাপতি নিগ্রহে হুলুস্থুল-কাণ্ড][আরও পড়ুন: শুভেন্দুর গড়ে হামলা দিলীপ ঘোষের গাড়িতে, বিজেপি রাজ্য সভাপতি নিগ্রহে হুলুস্থুল-কাণ্ড]

সাধারণ মানুষ যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভুগছেন তা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। মূল্যহ্রাস করে সাধারণ মানুষকে রেহাই দেওয়া সরকারের কর্তৃব্য বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন:মহার্ঘ জ্বালানি! বিয়েতে 'পেট্রোল' উপহার পেলেন পাত্র, কোথায় ঘটল এমন ঘটনা][আরও পড়ুন:মহার্ঘ জ্বালানি! বিয়েতে 'পেট্রোল' উপহার পেলেন পাত্র, কোথায় ঘটল এমন ঘটনা]

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সমস্যাকে গুরুত্ব নিয়ে সরকার কাজ করছে। রাজ্য সরকারগুলি যদি পেট্রোপণ্যের ওপর নিজেদের করের পরিমাণ কমায় তাহলে পেট্রোল-ডিজেলের মূল্য কিছুটা কম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

[আরও পড়ুন:সভাপতিদের পদ কেড়ে নেবেন অনুব্রত, জেল খাটানোর হুঁশিয়ারির পর ১ বছরের সময়সীমা ][আরও পড়ুন:সভাপতিদের পদ কেড়ে নেবেন অনুব্রত, জেল খাটানোর হুঁশিয়ারির পর ১ বছরের সময়সীমা ]

English summary
I am a minister, not affected by fuel price hike says Union Minister Ramdas Athawale
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X