For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে,রাজ্য পুলিশে আবেদন ৬৭ হাজার কাশ্মীরির

ভারতীয় প্রতিরক্ষাবাহিনী যোগ দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের বক্সি স্টেডিয়ামে জমায়েত দেখা গেল ২০০০ কাশ্মীরি যুবক যুবতীর।

Google Oneindia Bengali News

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজাবুল মুজাহিদ্দিনের ফতোয়াকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, ভারতীয় প্রতিরক্ষাবাহিনী যোগ দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের বক্সি স্টেডিয়ামে জমায়েত দেখা গেল ২০০০ কাশ্মীরি যুবক যুবতীর। উল্লেখ্য এই স্টেডিয়ামে শনিবার, জম্মু ও কাশ্মীরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষামূলক নিরীক্ষণ করা হয়।

জঙ্গিদের হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে,রাজ্য পুলিশে আবেদন ৬৭ হাজার কাশ্মীরির

এর আগে, একের পর এক ভিডিওতে ভারতীয় প্রতিরক্ষা শিবিরে, কাশ্মীরি যুবক যুবতীদের যোগ না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিতে থাকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। হিজাবুল মুজাহিদ্দিন সমেত একাধিক জঙ্গি সংগঠন এই ধরণের ফতোয়া জারি করে, গোটা কাশ্মীর উপত্যকার জন্য। তবে সেই ফতোয়াকে কাশ্মীরের যুব সমাজ যে তোয়াক্কা করে না , শনিবারের বক্সি স্টেডিয়াম তা আবার প্রমাণ করল।

উল্লেখ্য়, জম্মু ও কাশ্মীর পুলিশের ৬৯৮ পদের জন্য ৬৭, ২১৮জন প্রার্থী আবেদন করেছে। যে সংখ্যাটি নেহাত কম নয়। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে কাশ্মীরের যুবসমাজের ভাবনা চিন্তার ছবিটা। পাশপাশি উপত্যকার মহিলারাও যে এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য় আবেদন করেছেন , সেই বিষয়টিকেও ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

English summary
Huge number of kashmiri youths applied for the cop job in vally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X