For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের পিস্তল নিয়ে পালাতে গিয়েই এনকাউন্টার! বিকাশ দুবের রুদ্ধশ্বাস শেষ মুহূর্ত একনজরে

  • |
Google Oneindia Bengali News

কেউ বলেছিলেন সাজানো গ্রেফতারি, কেউ বলেছিলেন বিকাশ দুবে নিজে আত্মসমর্পণ করেছিলেন,এদিকে, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, 'গাড়ি উল্টে যায়নি, বরং সরকার উল্টে যেত ..' । কানপুরের ডন বিকাশ দুবে হাইপ্রোফাইল এনকাউন্টার নিয়ে এমনই তথ্য সামনে আসতে শুরু করেছে। এদিকে, পুলিশ কী জানিয়েছে তা দেখে নেওয়া যাক।

 পুলিশের দাবি

পুলিশের দাবি

এদিন কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, বিকাশকে নিয়ে এসটিএফ এর একটি কনভয় ফিরছিল উজ্জয়িনী থেকে। মাঝরাস্তায় কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সেখান থেকে বিকাশ পুলিশের পিস্তল নিয়ে পালাতে যায়। মুহূর্তে পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, তা না শুনে বিকাশ পালাতে গেলেই তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

 এরপর কী ঘটে?

এরপর কী ঘটে?

বিকাশের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ কর্মী আহত হন। এদিকে, গুলিবিদ্ধ বিকাশকে নিয়ে সোজা হাসপাতালে চলে যায় পুলিশ। ভর্তি হন দুই আহত পুলিশকর্মীও। এরপরই জানা যায়, গ্যাংস্টারের মৃত্যু হয়েছে।

 বিকেলে মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে বিকাশকে হেফাজতে নেয় যোগীর পুলিশ

বিকেলে মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে বিকাশকে হেফাজতে নেয় যোগীর পুলিশ

এদিকে, উজ্জয়িনী থেকে বিকাশকে গতকাল বিকেলে নিজেদের হেফাজতে নেয় উত্তরপ্রদেশ পুলিশ। সেখান থেকে রাতের দিকে পুলিশের এসটিএফএর টিম রওনা হয়েছে বলে খবর। এদিকে, লখনউ থেকে বিকাশের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 'ম্যায় বিকাশ দুবে..'

'ম্যায় বিকাশ দুবে..'

এর আগে, গতকাল মহাকাল মন্দিরে গ্রেফতারির পর পুলিশের হাতে ধরা পড়তেই তে জ কমেনি বিকাশের। পুলিশের সামনেই চিৎকার করে সে বলে 'ম্যায় বিকাশ দুবে , কানপুরওয়ালে..' । শুনতেই পুলিশ কর্মীদের হাতে চড়চাপাটি খেয়ে যায় বিকাশ।

English summary
How Kanpur don Vikas Dubey killed in Encounter in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X