For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক আকাশে রুদ্ধশ্বাস হামলায় কিভাবে রাস্তা দেখিয়েছিল ভারতীয় 'নেত্র'! সার্জিক্যাল স্ট্রাইক ২ ঘিরে তথ্য

মিরাজ ২০০০ এর ১২ টি বিমানকে একযোগে পাকিস্তানের আকাশে দেখেই গুটিয়ে যায় পাকসেনা। ভারতকে পাল্টা জবাব দিতে গিয়েও ফিরে আসে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান।

  • |
Google Oneindia Bengali News

মিরাজ ২০০০ এর ১২ টি বিমানকে একযোগে পাকিস্তানের আকাশে দেখেই গুটিয়ে যায় পাকসেনা। ভারতকে পাল্টা জবাব দিতে গিয়েও ফিরে আসে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। এদিকে, মঙ্গলবার রাতে ভারতের আকাশ সীমায় তখন ঘোরাফেরা করছে আরও দুটি সুখোই যুদ্ধবিমান। যারা পাকিস্তানের তরফে হামলা হলে, তার জবাব দেওয়ার জন্য তৈরি ছিল। এদিকে, গোটা হামলাকে রাস্তা দেখিয়েছে ভারতে নির্মিত নজরদারির ডিভাইস 'নেত্র'। দেখে নেওয়া যাক এই হামলা কিভাবে সংগঠিত হয়েছিল।

রাতের অন্ধকার যা ঘটেছিল

রাতের অন্ধকার যা ঘটেছিল

মঙ্গলবার রাতের পাকিস্তানের আকাশে তখন চলছিল প্রবল গোলাবর্ষণ। ভারতের ১২ টি মিরাজ ২০০০ এর সামনে ফিকে হয়ে গিয়েছিল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। চেষ্টা করেও কিছুতেই ভারতের রুদ্ধশ্বাস 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর সম্মুখ সমরের চ্যালেঞ্জ নিতে পারেনি পাক সেনা। মিরাজ বাহিনীর আকার দেখেউ তারা গুটিয়ে যায়।

'নেত্র'র নজর!

'নেত্র'র নজর!

গোটা অপরেশনে নজর রেখেছিল ভারতীয় ইন্টালিজেন্স ডিভাইস 'নেত্র'। পাতের আকাশের যুদ্ধে পাকিস্তানের কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটিতে গোলাবর্ষণ করতে হবে , তার গতিপথ নিয়ে বায়ুসেনাকে তথ্য দিতে থাকে 'নেত্র' ডিভাইস। নেত্রা যেভাবে পথ নির্দেশ করছিল সেই সূত্রে ধরে শত্রু শিবিরের র‌্যাডার এড়িয়ে ১০০০ কেজির বোমা বর্ষণ করে ভারতীয় বায়ুসেনা।

সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা!

সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা!

সার্জিক্যাল স্ট্রাইক ২ -এ পাকিস্তানি সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে
ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ছাড়াও সেদিনের আক্রমণের জন্য ভারত প্রস্তুতিতে রেখেছিল আরও ২টি সুখোই বিমানকে। যদি পাকিস্তান আকাশপথে পাল্টা হামলার উদ্যোগ নিত, তাহলে তাদের জবাব দিতেই সুখোই সু ৩০ যুদ্ধবিমান প্রস্তুতিতে ছিল।

কিভাবে র‌্যাডার এড়িয়ে গিয়েছিল বায়ুসেনার বিমান?

কিভাবে র‌্যাডার এড়িয়ে গিয়েছিল বায়ুসেনার বিমান?

জানা গিয়েছে এমন এক উচ্চতা দিয়ে বিমানগুলি উড়েছিল যা ধরতেই পারেনি পাকিস্তানি র‌্যাডার। ফলে আকাশ পথে যে ভারত ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে , তা ভাবতেও পরেনি পাকিস্তান। এদিকে,ভারতের 'এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম' ক্রমাগতভাবে র‌্যাডিক্যাল কভার দিয়ে যেতে থাকে মিরাজের ১২ টি বিমানকে।

[আরও পড়ুন:'অধিকার' ফলাতে ভারতে হানা!পাকিস্তানের যুদ্ধ-হুঁশিয়ারি ভারতকে ][আরও পড়ুন:'অধিকার' ফলাতে ভারতে হানা!পাকিস্তানের যুদ্ধ-হুঁশিয়ারি ভারতকে ]

কোথা থেকে চলেছে মনিটরিং?

কোথা থেকে চলেছে মনিটরিং?

গোয়ালিয়ারের বেস ক্যাম্প থেকে যখন ১২ টি যুদ্ধবিমান রাতে ৩:৪৫ মিনিট নাগাদ উড়ে গিয়েছিল তখন দিল্লিতে বায়ুসেনার হেড কোয়ার্টার থেকে চলেছিল নজরদারি। সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বি এস ধনোয়া।

[আরও পড়ুন: যান্ত্রিক গোলয়োগ, শ্রীনগরের কাছে ভেঙে পড়ল এমআই হেলিকপ্টার, ৪ বায়ুসেনা কর্মীর মৃত্যু][আরও পড়ুন: যান্ত্রিক গোলয়োগ, শ্রীনগরের কাছে ভেঙে পড়ল এমআই হেলিকপ্টার, ৪ বায়ুসেনা কর্মীর মৃত্যু]

English summary
How Indian Monitoring device netra helped in iaf air strike in pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X