For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে বনধের কেমন প্রভাব, কোন রাজ্যে কী অবস্থা দেখুন একনজরে

সারা দেশে কীভাবে বনধ পালিত হচ্ছে দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকে দেশের বিভিন্ন রাজ্যে ভারত বনধ পালিত হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বধন ডাকা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, ওড়িশায় বিরোধীরা জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে বনধ পালন করছেন। কর্ণাটকেও চারিদিক একেবারে শুনশান অবস্থা। সরকারি স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। অফিসগুলিতেও হাজিরা অনেক কম। ফলে সারা দেশে ইতিমধ্যে বনধের সাড়া পড়তে শুরু করেছে। সারা দেশে কীভাবে বনধ পালিত হচ্ছে দেখে নেওয়া যাক একনজরে।

বিশাখাপত্তনমে বামেদের বিক্ষোভ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বাম সমর্থকেরা। কংগ্রেসের পাশাপাশি বামেরাও আলাদা বনধ ডেকেছে।

কর্ণাটকে বনধ

কর্ণাটকে জোট করে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। রাস্তাঘাট একেবারে শুনশান। ভারত বনধের ভালো প্রভাব পড়েছে কর্ণাটকে। সরকারি স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

ওড়িশায় বনধ

ওড়িশায় ভুবনেশ্বরে বাইক বাহিনী বনধের সমর্থনে রাস্তায় ঘুরে বেরিয়েছে। রেল রোকোর পাশাপাশি রাস্তায় বসে মানুষ প্রতিবাদ জানিয়েছেন।

তেলাঙ্গানা

কংগ্রেস কর্মীরা তেলাঙ্গানার ভুবনগিরি ও মুর্শিরাবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন।

দিল্লিতে রাহুল গান্ধী

কংগ্রেসের ডাকে হওয়া ভারত বনধে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেল দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে। এদিন সকালে মিছিল করে রাজঘাট থেকে রামলীলা ময়দানে পৌঁছলেন তিনি। পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। প্রতিবাদ সভায় মনমোহন সিং, সনিয়া গান্ধীরাও রয়েছেন।

গুজরাতে প্রতিবাদ

গুজরাতের বারুচে বাসের টায়ার জ্বালিয়ে বাস আটকে প্রতিবাদ জানানো হচ্ছে। গোটা ঘটনায় ট্রাফিক ব্যবস্থা থমকে গিয়েছে। গুজরাতের অন্য জায়গাতেও প্রতিবাদে বিরোধীরা পথে নেমেছে।

প্রতিবাদ রাজস্থানেও

ভারত বনধে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজস্থানের জয়পুর শহরকে। বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসেছে। তল্লাশিও চলছে নানা জায়গায়। গোলমাল পাকালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ, স্পষ্ট জানিয়েছে প্রশাসন।

ছত্তিশগড়ে বিক্ষোভ

বিজেপি শাসিত ছত্তিশগড়েও কংগ্রেস সমর্থকেরা পথে নেমে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। পোস্টার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন।

উত্তাল মুম্বই

মহারাষ্ট্রেও বনধের প্রভাব পড়েছে। কংগ্রেস সমর্থকেরা মুম্বইয়ে রেল রোকো করেছেন। আন্ধেরি স্টেশনে জমা হয়ে তাঁরা বিক্ষোভ দেখান।

বিহারে বিশৃঙ্খলা

বিহারে জন অধিকার পার্টি কর্মীরা রাস্তায় নেমে বনধের সমর্থনে প্রতিবাদ জানাতে গিয়ে গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বিহারে।

English summary
How Congress' Bharat Bandh is observed across India, see in pics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X