For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকেই গোটা দেশে চালু হয়ে গেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন, কোথায়-কীভাবে পাবেন জেনে নিন

আজ থেকেই গোটা দেশে চালু হয়ে গেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন, কোথায়-কীভাবে পাবেন জেনে নিন

Google Oneindia Bengali News

শিয়রে করোনার চতুর্থ ওয়েভ। তড়িঘড়ি ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। আজ থেকেই গোটাদেশে পাওয়া যাবে এই ভ্যাকসিন। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কোথায় কীভাবে পাওয়া যাবে এই ভ্যাকসিন। কারা নিতে পারবেন। এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জেনে নিন সেই সব প্রশ্নের উত্তর।

ন্যাজাল ভ্যাকসিন

ন্যাজাল ভ্যাকসিন

বিদেশে অনেকদিন চালু হয়ে গেলেও ভারতে এই ন্যাজাল ভ্যাকসিন এর আগে চালু হয়নি। করোনার নতুন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাতে শুরু করেছে ঠিক তখনই মোদী সরকার ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এবং আজ থেকেই অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকেই গোটা দেশে পাওয়া যাবে এই ন্যাজাল ভ্যাকসিন। এই ন্যাজাল ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে ইনকোভ্যাক। ইতিমধ্যেই এই সম্পর্কে তথ্য জানতে গুগল সার্চ শুরু হয়ে গিয়েছে। অনেকেই জানতে পারছেন না কীভাবে পাবেন এই ভ্যাকসিন।

কোথা পাবেন এই ভ্যাকসিন

কোথা পাবেন এই ভ্যাকসিন

সকলের প্রথম প্রশ্নই হচ্ছে এই ন্যাজাল ভ্যাকসিন কোথায় পাওয়া যাবে। তার জন্য যেতে হবে ঘরের কাছে বা দূরের যেকোনও বেসরকারি হাসপাতালে। এবার আর সরকারি হাসপাতালে না বেসরকারি হাসপাতালেই কেবল মাত্র বিনামূল্যে মিলবে এই ন্যাজাল ভ্যাকসিন। কো ইউন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করাতে হবে তার জন্য। বেসরকারি হাসপাতাল হলেও এই ভ্যাকসিনের জন্য দেশবাসীকে কোনও টাকা দিতে হবে না। এক প্রকার বিনামূল্যেই সকলে এই টিকা পাবেন। দুটি ড্রপ দেওয়া হবে নাকে। থাকছে না কোনও ইঞ্জেকশনের ভয়।

কারা নিতে পারবেন এই ভ্যাকসিন

কারা নিতে পারবেন এই ভ্যাকসিন

এবার প্রশ্ন উঠছে কারা নিতে পারবেন এই ভ্যাকসিন? কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের দুটি টিকা যাঁরা নিয়ে ফেলেছেন তাঁরাই নিতে পারবেন এই ন্যাজাল ভ্যাকসিন। ১৮ বছরের উর্ধ্বে সকলের জন্যই উপযুক্ত। কোনও ইঞ্জেকশন নয় নাকে দুটি ড্রপের আকারে এই ভ্যাকসিন দেওয়া হবে। করোনা ভাইরাস সাধারণ শ্বাসনালীতেই বাসা বাধে। সেকারণে সরাসরি শ্বাসনালীর মাধ্যমে করোনাকে জব্দ করতে এই ভ্যাকসিন দেওয়া হবে।

রাজ্যগুলির সঙ্গে জরুরি বৈঠক

রাজ্যগুলির সঙ্গে জরুরি বৈঠক

আজই রাজ্যগুলির সঙ্গে জরুরি বৈঠক করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন তিনি। কীভাবে করোনা এই ঢেউ সামাল দেওয়া হবে তা নিয়েই মূলত আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই আন্তর্জাতিক উড়ানের উপরে নজরদারির নির্দেশ দিয়েছে মোদী সরকার। মুম্বই এবং দিল্লিতে আন্তর্জাতিক উড়ানের উপরে নজরদারি করা হচ্ছে।

English summary
How you get Bharat Biotech nasal vaccine know in details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X