For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসপিজি সংশোধনী বিলের পক্ষে সংসদে জোরদার সওয়াল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের

এসপিজি সংশোধনী বিলের পক্ষে সংসদে জোরদার সওয়াল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল অমিত শাহকে। লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন।

এসপিজি সংশোধনী বিলের পক্ষে সংসদে জোরদার সওয়াল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের


এদিকে গান্ধী পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর থেকে বিশেষ এসপিজির নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনও করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিজেপি প্রতি হিংসাপরায়ণ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন একাধিক কংগ্রেস নেতা। প্রায় দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা এই নিয়মে ছেদ পড়ায় জোড় জল্পনা শুরু হয় দেশের রাজনৈতিক মহলে।

বুধবার সংসদে এসিপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন এই আইনটি কেবলমাত্র প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্যই কার্যকর করা হয়েছিল। তিনি আরও বলেন 'বিশেষ’ বলতে বোঝায় যে এটি কেবল প্রধানমন্ত্রীর রক্ষার পক্ষে ছিল, তবে সময়ের সাথে সাথে আসল এসপিজি প্রোটোকলটি পরিবর্তিত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে বিলটিকে আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

১৯৮৮ সালে সংসদে প্রথম এই আইনটি পাশ হয়। এসপিজি আইনটিতে প্রাথমিকভাবে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকেই সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধীর উপর হওয়া আত্মঘাতী হামলার পরে তার এই আইনটি সংশোধন করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র নরেন্দ্র মোদীই এই বিশেষ এসপিজি নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন বলেও জানা গেছে।

এদিকে সোমবার লোকসভায় প্রবর্তিত নতুন এই এসপিজি সংশোধনী বিল ২০১৯ অনুসারে, প্রধানমন্ত্রী এবং তার নিকটবর্তী পরিবারের সদস্যরা যদি তাঁর সঙ্গে সরকারি বাসভবনেই থাকেন কেবলমাত্র তখনই এই বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে। নাহলে শুধু মাত্র প্রধানমন্ত্রীই এই বিশেষ সুবিধা পাবেন।

English summary
home minister amit shah raise questions in favor of the spg amendment bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X