For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় সুষমার হিসেব! মমতার রাজ্যে নিজের দলের অভিযোগ ভোঁতা

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাড়ছে। রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে এই ধারনা ভুল বলেও জানিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাড়ছে। রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে এই ধারনা ভুল বলেও জানিয়েছেন তিনি। ২০১৭-র সরকারি হিসেব অনুযায়ী, ২ শতাংশের ওপর বাংলাদেশের হিন্দুদের জনসংখ্যা বেড়েছে।

রাজ্যসভায় সুষমার হিসেব! মমতার রাজ্যে নিজের দলের অভিযোগ ভোঁতা

রাজ্যসভায় প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সরকারি তরফে পাকিস্তান, বাংলাদেশ কিংবা অন্য দেশের সঙ্গে আলোচনার সময় সেখানকার সংখ্যালঘুদের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়। যুক্তিপূর্ণ উপসংহারেও পৌঁছনো হয়।

বিদেশমন্ত্রী সদস্যদের কাছে রাজ্যসভায় আটকে থাকা নাগরিকত্ব আইন সংশোধনী বিল পাশ করানোর জন্য আবেদন জানান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই বিল পাশ হয়ে গেলে, পাকিস্তান-সহ বিভিন্ন দেশে সংখ্যালঘুদের ওপর হওয়া হামলার নিরসন হবে।

মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যুরোর দেওয়া সেখানকার জনভিত্তিগত বিন্যাসের যে হিসেব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০১১ সালে সেদেশে হিন্দু জনসংখ্যা ছিল ৮.৪ শতাংশ। ২০১৭-তে তা বেড়ে হয়েছে ১০.৭ শতাংশ। এই হিসেব দিয়ে রাজ্যসভায় বিদেশমন্ত্রী দাবি করেন, হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে এবং সেখানে হিন্দুদের সংখ্যা কমছে। এমন ধারনা তৈরি করা হচ্ছে, যা ছিক নয়।

সুষমা স্বরাজ বলেন, এটা ঠিক যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনা ঘটছে। এব্যাপারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশ ছাড়াও, প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান থেকে সেখানকার সংখ্যালঘুদের ওপর হামলা, অপহরণ, ধর্মান্তকরণের ঘটনা ঘটছে, এমন রিপোর্ট পাওয়ার কথা লিখিত ভাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ঘটনায় ৬৭ জনকে গ্রেফতার করেছে সেখানকার সরকার। অভিযুক্তরা হাজত বাস করছেন।

English summary
Hindu population of Bangladesh is rising, Sushma Swaraj says this in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X