For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল হাতছাড়া হয়ে রাজনৈতিক মানচিত্রে শুধু এই রাজ্যগুলিতে টিকে রইল কংগ্রেসের 'হাত'

২০১৭ সালের শেষে দুটি রাজ্য়ের বিধানসভা নির্বাচনের পর এবার দেশের রাজনৈতিক মানচিত্রের বেশির ভাগ অংশই ঢেকে গেল গেরুয়া রঙে।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের শেষে দুটি রাজ্য়ের বিধানসভা নির্বাচনের পর এবার দেশের রাজনৈতিক মানচিত্রের বেশির ভাগ অংশই ঢেকে গেল গেরুয়া রঙে। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর, আর মাত্র ৪ টি জায়গায় মসনদে টিকে রইল কংগ্রেস।

হিমাচল হাতছাড়া হয়ে রাজনৈতিক মানচিত্রে শুধু এই রাজ্যগুলিতে টিকে রইল কংগ্রেসের 'হাত'

[আরও পড়ুন:হিমাচলের ভাগ্য নিয়ে কী বলেছিল জনমত সমীক্ষা][আরও পড়ুন:হিমাচলের ভাগ্য নিয়ে কী বলেছিল জনমত সমীক্ষা]

আপাতত পাঞ্জাব, কর্ণাটক, মিজেরাম, মেঘালয় এই ৪ রাজ্যে পড়ে রইল কংগ্রেসের সরকার। মূলত,বিজেপি-র গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেসের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশে ৬৮ টি আসনের মধ্যে সংখ্যা গরিষ্ঠতায় বিজেপি বিপুল ভোটে এগিয়ে ফের একবার সরকার গড়তে চলেছে। এই রাজ্যে ১৯৮৫ সাল থেকে একবার বিজেপি এসেছে একবার এসেছে কংগ্রেস।

এই মুহুর্তে উত্তরাখণ্ড, বিহার, আসাম,অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড , রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, মহারাষ্ট্র উত্তরপ্রদেশে হয় বিজেপি-র সরকার নয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার রয়েছে। বাকি ওড়িশা , পশ্চিমবঙ্গ, তামিনাড়ু, ত্রিপুরা, কেরলে রয়েছে বিজেডি, তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকে-র মতো আঞ্চলিক দলের শাসন তথা দাপট। ফলে ক্রমাগতই কোনঠাসা হয়ে আসছে কংগ্রেস।

২০১২ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও তা খুব একটা বড় ব্য়বধানে পায়নি। ৬৮ টি আসনের মধ্যে ৩৬ টি কংগ্রেস পেয়েছিল সেই সময়ে ২৬ টিতে দখল রেখেছিল বিজেপি। ৬ টি সেই সময়ে নির্দল প্রার্থীদের ঝুলিতে যায়। তবে সারা দেশ জুড়ে গেরুয়া দাপটের মধ্যেও পাঞ্জাবের পুরনির্বাচন জিতে কিছুটা স্বস্তি পেলেও, হিমাচল প্রদেশ হাতছাড়া হওয়া কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন:গুজরাতে আসন কমলেও অটুট মোদী ম্যাজিক, আশা জাগিয়েও হার কংগ্রেসের][আরও পড়ুন:গুজরাতে আসন কমলেও অটুট মোদী ম্যাজিক, আশা জাগিয়েও হার কংগ্রেসের]

English summary
With Himachal Pradesh gone, the Congress is reduced to mere four states in the country. The BJP was at 44 seats in the 68- seater assembly of the hill state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X