
Himachal Pradesh election Result 2022: কংগ্রেস তো জিতল, কিন্তু মুখ্যমন্ত্রী হবেন কে?
হিমাচল প্রদেশে আগের সমীকরণই বজায় রয়েছে। বিজেপির ৫ বছরের পর ফের ক্ষমতায় কংগ্রেস। কিন্তু কে হবেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশের সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের তালিকায় ঘোরাফেরা করছে তিনটি নাম। কিন্তু কংগ্রেস এখনও ঠিক করে উঠতে পারেনি।

হিমাচল প্রদেশে কংগ্রেসের জয়
গুজরাতে তেমন কিছু করতে না পারলেও হিমাচল প্রদেশে জয় পেয়েছে কংগ্রেস। প্রতিবারের মতই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। প্রতি ৫ বছর অন্তর এখানে সরকার গঠনে রাজনৈতিক রং বদল হয়। একবার বিজেপি আর একবার কংগ্রেস সরকার গঠন করে। গতবার বিজেপি সরকারে ছিল। এবার সেখানে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস।

কে হবেন মুখ্যমন্ত্রী
কংগ্রেস জিতেছে হিমাচল প্রদেশে। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী। কোনও মুখ্যমন্ত্রী মুখ নির্ধারণ না করেই হিমাচল প্রদেশে ভোটের লড়াইয়ে নেমেছিল কংগ্রেস। এই জয়ের পর কাকে মুখ্যমন্ত্রী পদে বসাবে হাইকমান্ড এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে তিনটি নাম ঘোরাফেরা করছে। সুখবিন্দর সুকু, মুকেশ অগ্নিহোত্রি, এবং বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতীভা সিং। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন, কংগ্রেসের ৮ থেকে ১০ জন মুখ্যমন্ত্রী পদ প্রার্থী আছে। তার বেশি বললেও ভুল হবে না।

কার দিকে পাল্লা ভারী
তিন সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মধ্যে বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংয়ের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তিনি এবার বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে পরাজিত করেছেন। সেই কেন্দ্রেই একটা সময়ে তাঁর স্বামী বীরভদ্র সিংকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়রাম ঠাকুর। তার মধুর প্রতিশোধ নিয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা সিং। জয়রাম ঠাকুরকে আবার সেই কেন্দ্রেই পরাজিত করেছেন তিনি। কাজেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁর নামই এগিয়ে রয়েছে।

কী বার্তা দিলেন রাহুল
গুজরাতে শোচনীয় পরাজয় কংগ্রেসের। কিন্তু হিমাচল প্রদেশে ফের প্রত্যাবর্তন। একেবারেই যে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায়নি তা আবারও প্রমাণ দিয়েছে শৈল রাজ্য। রাহুল গান্ধী জানিয়েছে, কংগ্রেসের প্রতি হিমাচল বাসীর এই আস্থা তাঁরা ক্ষুন্ন হতে দেবেন না। সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। হিমাচলবাসীর উন্নয়নে কোনও ত্রুটি রাখা হবে না বলে জানিয়েছেন তিনি।
Gujarat election Result 2022: সেতু বিপর্যয়ের পরেও মোরবিতে জয় বিজেপির, কোন ম্যাজিকে কামাল?