For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Himachal election 2022: হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী! আলোচনায় ৪ নাম

পাঁচ বছর পরে হিমাচল প্রদেশের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ৮ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। এখনও পর্যন্ত চারটি নাম উঠে এসেছে। অন্যদিকে এদিনই হিমাচল প্রদে

  • |
Google Oneindia Bengali News

পাঁচ বছর পরে হিমাচল প্রদেশের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ৮ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। এখনও পর্যন্ত চারটি নাম উঠে এসেছে। অন্যদিকে এদিনই হিমাচল প্রদেশে যাওয়া কংগ্রেসের পর্যবেক্ষকরা দিল্লিতে গিয়ে সভাপতি মল্লিকার্জুন খার্গেকে রিপোর্ট দেবেন। তবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দায়িত্ব প্রিয়ঙ্কা গান্ধীকে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

হাইকমান্ডের ওপরে দায়িত্ব ছেড়েছেন বিধায়করা

হাইকমান্ডের ওপরে দায়িত্ব ছেড়েছেন বিধায়করা

উল্লেখ করা যেতে পরা ৯ ডিসেম্বর সন্ধেয় কংগ্রেসের নব নির্বাচিত বিধায়করা একটি প্রস্তাব পাশ করে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব কংগ্রেস হাইকমান্ডের ওপরে ছেড়ে দেন।

আলোচনায় যাঁদের নাম

আলোচনায় যাঁদের নাম

হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে কংগ্রেস সূত্রে তিন জনের নাম এখনও পর্যন্ত উঠে এসেছে। তাঁরা হলেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন প্রধান সুখবিন্দর সিং সুখু, পরিষদীয় নেতা মুকেশ অগ্নিহোত্রী এবং দলের অন্যতম নেতা রাজিন্দর রানা। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, দলীয় সমর্থকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং-এর নামে স্লোগান তুললেও তিনি হাইকমান্ডের তালিকায় নেই বলে জানা গিয়েছে। প্রতিভা সিং-এর সমর্থকরা সিমলায় প্রগেশ কংগ্রেস দফতরের বাইরে বিপুল সংখ্যায় জমায়েত করে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের দাবি তুলেছেন।

প্রতিভা সিং

প্রতিভা সিং

প্রতিভা সিং মুখ্যমন্ত্রীর পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লোকসভার সাংসদ। এছাড়াও তিনি রাজ্য কংগ্রেসের সভাপতিও। তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে দলের তরফে ব্যাপক প্রচারে অংশ নিয়েছিলেন।

সুখবিন্দর সিং সুখু

সুখবিন্দর সিং সুখু

সুখবিন্দর সিং সুখু রাজ্য কংগ্রেসের প্রাক্তন প্রধান। এছাড়াও তিনি ঠাকুর সম্প্রদায়ের নেতা। পার্বত্য রাজ্যের নির্বাচনী প্রচার কমিটিতে ছিলেন তিনি। হামিরপুর আসন থেকে চারপর জয়ী সুখবিন্দর সিং সুখু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ।

মুকেশ অগ্নিহোত্রী

মুকেশ অগ্নিহোত্রী

মুকেশ অগ্নিহোত্রী বীরভদ্র সিং সরকারের মন্ত্রী ছিলেন। তাঁকে প্রতিভা সিং-এর ঘনিষ্ঠ বলেও মনে করেন অনেকে। তবে তিনি এবার মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার।

রাজিন্দর সিং

রাজিন্দর সিং

এবারে হিমাচল বিধানসভায় জয়ের পরে রাজিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদের অন্যতম দাবিদার। ২০১৭-তে কংগ্রেস ক্ষমতা হারালেও তিনি বিজেপির প্রেমকুমার ধুমলকে পরাজিত করেন। যার জেরে প্রেমকুমার ধুমল আর মুখ্যমন্ত্রী হতে পারেননি।

অন্তত ২৫ জনের সমর্থন প্রতিভা সিং-এর দিকে

অন্তত ২৫ জনের সমর্থন প্রতিভা সিং-এর দিকে

সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিভা সিং-এর দিকে অন্তত ২৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে প্রতিভা সিংকে মুখ্যমন্ত্রী করতে গেলে এই মুহুর্তে দুটি আসনে উপনির্বাচন করতে হবে। এর একটি লোকসভার এবং অন্যটি বিধানসভার। যদি শেষ পর্যন্ত প্রতিভা সিং বাদ পড়েই যান, তাহলে তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

'প্রতিদ্বন্দ্বী'দের প্রতিক্রিয়া

'প্রতিদ্বন্দ্বী'দের প্রতিক্রিয়া

শুক্রবার সন্ধেয় এক প্রতিক্রিয়া সুখবিন্দর সিং সুখু বলেছেন, হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তিনি তা মেনে নেবেন। বিধায়কদের পছন্দের কথা হাইকমান্ডকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মুকেশ অগ্নিহোত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্বাচনে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্ত নিতে দুদিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

পর্যবেক্ষকদের বৈঠকের পরে রিপোর্ট জমা পড়বে খার্গের কাছে

পর্যবেক্ষকদের বৈঠকের পরে রিপোর্ট জমা পড়বে খার্গের কাছে

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সাসপেন্স অব্যাহত। এদিন সকালে হিমাচল প্রদেশের জন্য কংগ্রেসের পর্যবেক্ষকরা বৈঠক করেন। এই বৈঠক হয় সিমলার একটি বেসরকারি পাঁচতারা হোটেলে। সেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবির চারজনই। তাঁরা শনিবার দিল্লিতে ফিরে দলের সভাপতি খার্গেকে এব্যাপারে রিপোর্ট দেবেন। শুক্রবার হিমাচল প্রদেশের জন্য কংগ্রেস পর্যবেক্ষক ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হিমাচল প্রদেশের এআইসিসির ইনচার্জ রাজীব শুক্লা রাজ্যপালের সঙ্গে দেখা করে দলের জয়ী প্রার্থীদের নামের তালিকা তাঁর হাতে তুলে দেন।

Job News: সিবিআই-এ নিয়োগের বিজ্ঞপ্তি! নির্দিষ্ট যোগ্যতায় আবেদনJob News: সিবিআই-এ নিয়োগের বিজ্ঞপ্তি! নির্দিষ্ট যোগ্যতায় আবেদন

English summary
Himachal Pradesh election 2022: Four names are emerging as next CM of Himachal Pradesh among Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X