For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাপ্তবয়স্কদের টিকাকরণ করাতে কেন্দ্র–রাজ্যের কত খরচ হবে জানেন কি?‌

প্রাপ্তবয়স্কদের টিকাকরণ করাতে কেন্দ্র–রাজ্যের কত খরচ হবে জানেন কি?‌

Google Oneindia Bengali News

‌১ মে থেকে শুরু হবে ভারতের সব ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের টিকাকরণ কর্মসূচি। বৃহস্পতিবার ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ (‌ইন্ড–রা)‌ জানিয়েছে যে তৃতীয় পর্যায়ের এই টিকাকরণের জন্য কেন্দ্রের মোট ব্যয় হবে ৬৭,১৯৩ কোটি, যার মধ্যে রাজ্যকে বহন করতে হবে ৪৬,৩২৩ কোটি টাকা।

টিকাকরণের খরচ

টিকাকরণের খরচ

কোভিড-১৯ দ্বিতীয় ওয়েভের মহামারি যখন দেশকে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তীব্রতার দিকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সময় কেন্দ্র সরকার কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায়ের টিকার কথা ঘোষণা করে। এই টিকাকরণ ড্রাইভের আওতায় দেশের ১৮ বছরের বেশি বয়সের নাগরিকরা টিকা পাবেন ১ মে থেকে। এর অর্থ হল, জনসংখ্যার মোট ১৩৩.‌২৬ কোটির মধ্যে ৮৪.‌১৯ কোটি টিকা নেওয়ার জন্য যোগ্য।'‌ ইন্ডিয়া রেটিং গণনা করে দেখেছে এই টিকাকরণের জন্য মোট খরচ হতে পারে ৬৭,১৯৩ কোটি, যার মধ্যে কেন্দ্র সরকার বহন করবে ২০,৮৭০ কোটি ও রাজ্যগুলি বহন করবে ৪৬,৩২৩ কোটি।

৫০–৫০ ভারসাম্য

৫০–৫০ ভারসাম্য

সরকার করোন ভাইরাসের ভ্যাকসিনগুলির মূল্য নির্ধারণ, যোগ্যতা এবং প্রশাসনকে নমনীয় করে তুলেছে। যদিও টিকাদানের প্রক্রিয়া একই রকম রয়েছে, স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ও ৪৫ বছরের ঊর্ধ্বে জনসংখ্যাকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরাসরি প্রস্তুতকারকদের থেকে ভ্যাকসিন ডোজ নেওযার অনুমোদন সহ ১৮ বছরের বেশি বয়সের জন্য টিকাকরণ খুলে দেওয়া। এর ফলে ভারতীয় ভ্যাকসিন প্রস্ততকারকরা তাঁদের উৎপাদনের ৫০ শতাংশ কেন্দ্রকে এবং বাকি ৫০ শতাংশ রাজ্য ও খোলা বাজারে (‌বেসরকারি হাসপাতাল)‌ সরাসরি দিতে পারছে।

কেন্দ্র ভ্যাকসিন কিনতে খরচ করেছে ৫,০৯০ কোটি

কেন্দ্র ভ্যাকসিন কিনতে খরচ করেছে ৫,০৯০ কোটি

ইন্ড-রা জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটের থেকে ২১.‌৪ কোটি ভ্যাকসিন নিয়েছে ৫,০৯০ কোটি টাকা ব্যয় করে। মনে করা হচ্ছে, প্রতিটি ডোজ ৪০০ টাকায় কিনে দু'‌টি ডোজের নতুন ভ্যাকসিনের ৫ শতাংশ অপচয় হয়েছে। ১৫৫.‌৪ কোটি ডোজের জন্য কেন্দ্র সরকারকে গুনতে হবে ৬২,১০৩ কোটি টাকা।

প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণের খরচ

প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণের খরচ

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, দেশের একটি বার্ষিক জিডিপির থেকে ১ শতাংশ কম হবে প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণের খরচ। গবেষণা ও বিশ্লেষণধর্মী ওই রিপোর্ট বলছে, দেখা যাচ্ছে যদি রাজ্য ও কেন্দ্র একত্রে এই টিকাকরণ চালায় তাহলে ১৩৩ কোটির মধ্যে টিকাকরণ করতে হবে ৮৪.২ কোটি প্রাপ্ত বয়স্কদের। যার খরচ কেন্দ্রের তরফে হতে পারে ২০৮.৭০ বিলিয়ন টাকা। রাজ্যের তরফে ৪৬৩.২৩ বিলিয়ন। প্রসঙ্গত বুধবার ভ্যাকসিনগুলির যে দাম জানানো হয়েছে, এটি তার হিসাবে উঠে আসছে ।

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা, দেশজোড়া আতঙ্কের মাঝেই বার্তা মোদীরঅক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা, দেশজোড়া আতঙ্কের মাঝেই বার্তা মোদীর

অদিকাংশ রাজ্যে বিনামূল্যে টিকাকরণ

অদিকাংশ রাজ্যে বিনামূল্যে টিকাকরণ

ভারতে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের সঙ্গে এখন সদ্য যোগ হয়েছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। যার প্রথম ব্যাচ ডোজের ভারতে আসার কথা রয়েছে এপ্রিলের শেষের দিকে। ইতিমধ্যেই কেরল, ছত্তিশগড়, বিহার ও মধ্যপ্রদেশ ঘোষণা করেছে যে টিকাকরণের সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার।

English summary
heres how much vaccinating everyone above 18 will cost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X