For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়ার ধর্ষকের সাজা পুনর্বিবেচনার আর্জি শুনলেন না প্রধানবিচারপতি, শুনানি ফের আগামিকাল

নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজার পুনর্বিবেচনার আর্জি শুনলেন না প্রধান বিচারপতি এসএ ববদে। এজলাসে মামলাটি ওঠার পরেই তিনি বলেন

Google Oneindia Bengali News

নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজার পুনর্বিবেচনার আর্জি শুনলেন না প্রধান বিচারপতি এসএ ববদে। এজলাসে মামলাটি ওঠার পরেই তিনি বলেন, নির্ভয়ার পক্ষে েয আইনজীবীরা লড়াই করার জন্য এসেছেন তাঁেদর মধ্যে একজন তাঁরউ পরিবারের সদস্য। সেকারণেই তিনি এই মামলা থেকে সরে যাচ্ছে। যার জেরে আরও একদিন পিছল মামলার শুনানি। আগামিকাল ফের মামলাটির শুনানি।

ফাঁসির প্রস্তুতি

ফাঁসির প্রস্তুতি

আরও একটা ১৬ ডিসেম্বর পেরিয়ে গেল। কিন্তু নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা এখনও কার্যকর করতে পারল না পুলিস প্রশাসন। এখনও আইনের জটে জড়িয়ে রয়েছে ফাঁসি কার্যকর করা। যদিও তিহার জেল এরই মধ্য ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু কলে ফেলেছে। উত্তর প্রদেশ সরকারের কাছে ২ জন ফাঁসুড়েকে চেয়েছে তারা। উত্তর প্রদেশ সরকার তা দিতে রাজিও হয়েছে। ফাঁসির সাজার পুনর্বিবেচনার আর্জির শুনানি হয়ে েগলেই শাস্তি কার্যকর করতে আর কোনও বাধা থাকবে না।

সুপ্রিম কোর্টে শুনানি পিছল

সুপ্রিম কোর্টে শুনানি পিছল

সাজা মাফের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু এজলাসে মামলাটি ওঠার পরেই প্রধান বিচারপিত মামলাটি শুনতে চালনে। তিনি জানান নির্ভয়ার পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তাঁদের একজন তাঁর পরিবারে সদস্য। তাঁর মেয়ে এই মামলাটি হয়ে লড়েছিলেন আদালতে। সেকারণে তিনি এই মামলাটি শুনবেন না। যার জেরে আরও একদিন পিছল মামলার শুনানি। আগামিকাল ফের নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি হবে।

সাজা কার্যকর করার অপেক্ষায় পরিবার

সাজা কার্যকর করার অপেক্ষায় পরিবার

হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে দোষীদের এনকাউন্টার করে মারার পরেই নির্ভয়ার দোষীদে ফাঁসির সাজা দ্রুত কার্যকর করার দাবি উঠেছে। নির্ভয়ার মা হায়দরাবাদ পুলিসের এই কাজকে কৃতিত্বের বলে দাবি করেছিলেন। অকারণে নির্ভয়ার দোষীদের শাস্তি দিতে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

English summary
Hearing on review pitition of Nirbhya case convict dely
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X