For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দির ডুবল প্লাবনের তোড়ে, ভিডিওতে ধরা পড়ল বৃষ্টি-বিঘ্নিত ওড়িশার পরিস্থিতি

বঙ্গোপোসাগরে নিম্নচাপের জেরে প্লাবিত ওড়িশার বিস্তীর্ণ এলাকা। উত্তরপশ্চিম ওড়িশাতে বিভিন্ন এলাকা জলে তোড়ে ভেসে যায়।

  • |
Google Oneindia Bengali News

বঙ্গোপোসাগরে নিম্নচাপের জেরে প্লাবিত ওড়িশার বিস্তীর্ণ এলাকা। উত্তরপশ্চিম ওড়িশাতে বিভিন্ন এলাকা জলে তোড়ে ভেসে যায়। উত্তরের উপকূলবর্তী এলাকা ছাড়াও দক্ষিণের বেশ কিছু জেলায় প্লাবনের তোড় ছিল চোখে পড়ার মতো। প্বালনের তোড়ে ইতিমধ্যেই ধসে গিয়েছে বহু বাড়ি। তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

মন্দির ডুবলো প্লাবনের তোড়ে, ভিডিওতে ধরা পড়ল বৃষ্টি-বিঘ্নিত ওড়িশার পরিস্থিতি

কোরাপুট, কান্ধামাল, রানিগড়, কালাহান্ডি, মালকানগিরির মতো বেশ কিছু জেলায় বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে। কালাহান্ডির ভবানীপত্না এলাকায় জলেশ্বর মন্দিরে প্লাবনের তোড়ে জলমগ্ন। ভয়াবহ জলের স্রোতে মন্দিরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি ধরা পড়েছে ভিডিওতে।

[আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি! কলকাতা ও সংলগ্ন এইসব জায়গার জন্য সতর্কতা][আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি! কলকাতা ও সংলগ্ন এইসব জায়গার জন্য সতর্কতা]

ওড়িশার বহু জায়গায় খুলে দেওয়া হয়েছে জলাধার। কোরাপুর, ও কোটপাড়ের বিভিন্ন জায়গায় এখনও জমে রয়েছে জল। ওড়িশার বিভিন্ন জায়গায় বন্যার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সংযোগ। কল্যানী ও নাগাবলী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ক্ষতির মুখে পড়েছে শস্যক্ষেতও। সব মিলিয়ে ক্রমেই ভয়ানক হয়ে উঠছে ওড়িশার বন্যা পরিস্থিতি।

[আরও পড়ুন:বিধ্বংসী বন্যায় কেরলে মৃত ৬৭, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, পরিস্থিতি ভয়াবহ ][আরও পড়ুন:বিধ্বংসী বন্যায় কেরলে মৃত ৬৭, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, পরিস্থিতি ভয়াবহ ]

English summary
Havoc Rain Brings Southern Odisha To Its Knees,watch video of submerged temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X