'সত্যমেব জয়তে' নিয়ে মিথ্যা প্রচার, পুলিশের দ্বারস্থ আমির খান

অভিনেতা তথা অনুষ্টানের সঞ্চালক আমির খানের কথায়, সোস্যাল নেটওয়ার্কিং সাইট ও বেশ কিছু বৈদ্যুতিন মাধ্যমে মিথ্যা বার্তা দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ, পেসবুক,টুইটার সহ সোস্যাল মিডিয়ায় বলা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অনুদান একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কাজ করা ট্রাস্টের কাছে ও সেই সম্প্রদায়ের মানুষের কাছেই যাচ্ছে।
আমিরের দাবি, সত্যমেব জয়তে-র মাধ্য়মে যে অনুদানের অর্থ সংগৃহীত হয়েছে বা হচ্ছে সবই যোগ্য ও ধর্মনিরপেক্ষ কারণেই ব্যবহৃত হচ্ছে ও ভবিষ্যতেও হবে। এর সঙ্গে নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের কোনও সম্পর্ক নেই।
এই বিষয়ে রবিবার মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার সদানন্দ জাতের সঙ্গে দেখা করেন। এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
সদানন্দ দাতে জানিয়েছেন, আমির খানের অভিযোগটি নেওয়া হয়েছে। এবং তা সাইবার ক্রাইম অপরাধ শাখাকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। এবিষয়ে আমির খানের কাছ থেকে আরও জরুরি কিছু তথ্য চাওয়া হয়েছে। সমস্ত তথ্য পাওয়া গেলে তবেই তাঁর অভিযোগ বিচারের জন্য গ্রহণীয় হবে বলেও জানিয়েছেন দাতে।