For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হর্ষিতাকে সেই খুন করেছে, জেলে বসে স্বীকার জামাইবাবুর

লোকসঙ্গীত শিল্পী হর্ষিতা দাহিয়াকে খুনের কথা স্বীকার করে নিল তার জামাইবাবু দীনেশ মাথুর।

  • |
Google Oneindia Bengali News

পানিপতের রাস্তায় দুষ্কৃতীর গুলিতে খুন হওয়া লোকসঙ্গীত শিল্পী হর্ষিতা দাহিয়াকে খুনের কথা স্বীকার করে নিল তার জামাইবাবু দীনেশ মাথুর। জেলে বসেই সে লোক দিয়ে হর্ষিতাকে খুন করিয়েছে বলে পুলিশি জেরায় কবুল করেছে দীনেশ।

হর্ষিতাকে সেই খুন করেছে, জেলে বসে স্বীকার জামাইবাবুর

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, হরিয়ানা পুলিশ জানিয়েছে, দীনেশ স্বীকার করেছে যে সেই হর্ষিতাকে খুন করিয়েছে। এর আগে বুধবার হর্ষিতার দিদি অর্থাৎ দীনেশের স্ত্রী লতাও অভিযোগ করেছিলেন যে তাঁর স্বামীই বোন হর্ষিতাকে খুনের পিছনে রয়েছে।

২০১৩ সাল থেকে তিহার জেলে বন্দি ছিল দীনেশ। সেইবছর হর্ষিতাকে ধর্ষণ ও ২০১৪ সালে তাঁর মা-কে খুনের ঘটনায় জেল খাটছিল সে। মাকে খুনের ঘটনায় একমাত্র সাক্ষী ছিল হর্ষিতা। তাই তাঁকে খুন করেছে দীনেশ। এমনটাই দাবি পুলিশের।

মঙ্গলবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ হর্ষিতাকে খুন করা হয়। সেইসময়ে তার সঙ্গে ছিলেন দুই সহযোগী ও গাড়ির ড্রাইভার। তার আগে বেশ কয়েকবার হর্ষিতাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। দিদি লতার অভিযোগ ছিল, এই সবই করেছে তাঁর স্বামী দীনেশ। পরে পুলিশ জেরায়ও সেই অপরাধের কথা দীনেশ স্বীকার করেছে।

English summary
Harshita Dahiya murder; Brother-in-law Dinesh accepts he was behind the killing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X