For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভমেলায় হামলার ছক কষেছিল আইএস জঙ্গিরা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ জুলাই : হরিদ্বার ও দিল্লিতে আইএসআইএস নাশকতার ছক কষেছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ভারতে আইএস প্রধান সফি আরমার সহ মোট ৬ জনের বিরুদ্ধে অর্ধকুম্ভ মেলায় হামলার অভিযোগে চার্জশিটও দিয়েছে এনআইএ। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই বছরের শুরুতে অর্ধকুম্ভ মেলা চলার সময়ে সেখানে সন্ত্রাসের ছক কষে আইএস জঙ্গিরা। সোমবার সেই অভিযোগে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ। এর মধ্যে প্রধান নাম ভারতে আইএস প্রধান সফি আরমার ওরফে ইউসুফ-আল-হিন্দি। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

কুম্ভমেলায় হামলার ছক কষেছিল আইএস জঙ্গিরা!

জানা গিয়েছে, শুধু কুম্ভ মেলায়ই নয়, দিল্লিতেও হামলার ছক কষা হয়েছিল। তবে তা গোয়েন্দা তৎপরতায় বানচাল হয়েছে। চার্জশিটে সফি আরমার ছাড়াও আখলাকুর রেহমান, মহম্মদ আজিম-উশান, মহম্মদ ওসামা, মহম্মদ মীরাজের নাম রয়েছে। এরা রুরকির বাসিন্দা। এছাড়া মহসিন ইব্রাহিম সঈদ নামে মালাড়ের বাসিন্দা (মুম্বই) এক ব্যক্তির নাম রয়েছে। [বারবার কেন ফ্রান্সকেই নিশানা বানাচ্ছে জঙ্গিরা? কী কারণ?]

চার্জশিটে স্পষ্ট করে বলা হয়েছে, সফি আরমার বেঁচে রয়েছে এবং বহাল তবিয়তে সিরিয়ায় থেকে ভারতে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হায়দ্রাবাদে কয়েকদিন আগে যে আইএস মডিউল গোয়েন্দারা ধরে ফেলেছেন, সেই ধৃত ৬ জঙ্গিকেও মগজ ধোলাই করেছিল এই সফি আরমারই। [৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে]

এনআইএ জানিয়েছে, কীভাবে দেশলাইয়ের বারুদের সাহায্যে আইইডি সহ অন্যান্য বিস্ফোরক বানাতে হবে তা স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে হায়দ্রাবাদে ধৃত জঙ্গিদের শিখিয়েছিল সফি আরমারই।

এনআইএ চার্জশিটে জানিয়েছে, হরিদ্বারের কুম্ভমেলার জায়গায় রেকি করেছিল ধৃত দুই জঙ্গি আজিম-উশান ও ওসামা। রেকির নির্দেশ এসেছিল সফি আরমারের কাছ থেকে। এরপরে অনেক দেশলাই বাক্স কিনে সেই বারুদ এক জায়গায় করে আইইডি বানিয়ে বিস্ফোরণ ঘটানো হত। তবে তার আগেই জঙ্গিরা গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায়।

English summary
Haridwar, Delhi were among prime targets for ISIS terror plots: NIA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X