For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি হয়ে গিয়েছে করোনার হার্ড ইমিউনিটি, সেরো সার্ভের পর এমনই দাবি গবেষকদের

তৈরি হয়ে গিয়েছে করোনার হার্ড ইমিউনিটি, সেরো সার্ভের পর এমনই দাবি গবেষকদের

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ বেড়ে চললেও দিল্লিতে সেরো সার্ভেতে একাধিক আশা জনক তথ্য উঠে এসেছে। গবেষকরা দাবি করেছে করোনার হার্ড ইমিউনিটি তৈরি হতে শুরু করে দিয়েছে ভারতে। সেকারণেই করোনায় দিল্লির ২৩ শতাংশ বাসিন্দা করোনা আক্রান্ত হলেও তাঁদের মধ্যে কোনও উপর্গ দেখা দেয়নি। এর আগে গবেষকরা দাবি করেছিলেন অগাস্টে তৈরি হবে হার্ড ইমিউনিটি সেই পথেই এগোচ্ছে পরিস্থিতি।

হার্ড ইমিউনিটি তৈরি

হার্ড ইমিউনিটি তৈরি

করোনা ভাইরাসের হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে ভারতে। দিল্লির সেরো সার্ভের রিপোর্ট দেখে এমনই দাবি করলেন গবেষকরা। েসরো সার্ভের রিপোর্ট বলছে দিল্লিত এক চতুর্থাংশ মানুষ করোনা ভাইরাসের সংস্পর্শে চলে এসেছে। কিন্তু সকলেই উপসর্গহীন। অর্থাৎ তাঁরা বুঝতেই পারেননি কখন করোনা ভাইরাস তাঁদের শরীরে থাবা বসিয়েছে। কারণ মাত্র ৬ শতাংশের পরীক্ষা হয়েছে করোনা ভাইরাসের।

 উপসর্গ ছাড়াই সুস্থ

উপসর্গ ছাড়াই সুস্থ

করোনা সংক্রমণে আসার পরেও দিল্লির সিংহভাগ মানুষের শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি। কোনও রকম চিকিৎসা ছাড়াই তাঁরা সুস্থ হয়ে উঠেছে। এর থেকেই বোঝা যাচ্ছে করোনা ভাইরাসের হার্ড ইমিউনিটি তৈরি হতে শুরু করে িদয়েছেন। তাঁদের শরীরের করোনার হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে আগে থেকেই। এমনই দাবি করেছেন গবেষকরা।

দেশের মৃত্যুর হার কম

দেশের মৃত্যুর হার কম

করোনা সংক্রমণ দিল্লি সহ গোটা দেশেই মৃত্যুর হার অনেকটাই কম। এমনই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা আবহে এটাই আশার খবর বলে মনে করা হচ্ছে। তবে করোনা টীকা নিয়ে এখনও কোনও আশার আলো দেখা যায়নি।

২১ সালের আগে টীকা নয়

২১ সালের আগে টীকা নয়

অক্সফোর্ডের করোনা টীকা যাঁরা তৈরি করছেন সেই সেরাম ইনস্টিটিউটের কর্নধার দাবি করেছেন ২০২১ সালের মার্চ মাসের আগে করোনা টীকা হাতে আসবে না। ভারতের জন্য ৫০ শতাংশ টীকা রাখা হবে।

English summary
Hard immunity for coronavirus start in India claim sero survey expart
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X