For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে বিতর্কের মধ্যেই প্রবল আর্থিক সংকট! কর্মীদের বেতন দিতে ধার করতে হল হ্যালকে

রাফালে বিতর্কের মধ্যেই আর্থিক সংকটে প্রতিরক্ষার রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। বহু বছরের মধ্যে এই প্রথমবার সংস্থার কর্মীদের মাইনের জন্য হাজার কোটি টাকা ধার করতে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাফালে বিতর্কের মধ্যেই আর্থিক সংকটে প্রতিরক্ষার রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। বহু বছরের মধ্যে এই প্রথমবার সংস্থার কর্মীদের মাইনের জন্য হাজার কোটি টাকা ধার করতে হয়েছে। সংস্থা সূত্রে খবর, এপ্রিল থেকে কোনও কাজের বরাত নেই। এমন কী ভেন্ডরদের বকেয়া মেটানোর জন্যও নেই কোনও টাকা। হ্যাল সব থেকে বেশি টাকা পায় ভারতীয় বিমান বাহিনীর কাছে।

আর্থিক সংকটে হ্যাল

আর্থিক সংকটে হ্যাল

অক্টোবরে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল আর্থিক সংকটের কথা। হ্যালের ২৯ হাজার কর্মীর ৩ মাসের মাইনের জন্য ১০০০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছিল।

গত বৃহস্পতিবার হ্যালের সিএমডি আর মাধবন সংবাদমাধ্যমকে বলেছিলেন, হ্যালের হাতে কোনও টাকা নেই। ওভারড্রাফটের মাধ্যমে হাজার কোটি টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তিনি আরও জানিয়েছিলেন, ৩১ মার্চ নাগাদ সংস্থার ভাঁড়াড়ে থাকবে মাইনাস ৬ হাজার কোটি।

ভারতীয় বায়ু সেনা থেকে বয়েকা টাকা না পাওয়াতেই সংকটে পড়েছে হ্যাল। ২০১৭-র সেপ্টেন্বর থেকে কোনও টাকা পায়নি হ্যাল। অক্টোবরে সবমিলিয়ে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকা। আার ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ১৫,৭০০ কোটিতে। ৩১ মার্চ তা গিয়ে দাঁড়াবে ২০ হাজার কোটিতে।

প্রতিরক্ষামন্ত্রক ২০১৭-১৮ সালে বাজের ছিল ১৩,৭০০ কোটি। ২০১৮-১৯ সালে ২০১৭-১৮-র বকেয়া ধরে বাজেটের পরিমাণ ছিল ৩৩,৭১৫ কোটি টাকা।

বিমান বাহিনীর বকেয়া সব থেকে বেশি

বিমান বাহিনীর বকেয়া সব থেকে বেশি

বকেয়া থাকা ১৫,৭০০ কোটির মধ্যে ১৪,৫০০ কোটি পাওনা রয়েছে ভারতীয় বিমান বাহিনী থেকে। বাকি অংশ বকেয়া রয়েছে ভারতীয় সেনা, নৌ বাহিনী এবং কোস্টগার্ডের তরফ থেকে। ভারতীয় বায়ু সেনা ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২ হাজার কোটি টাকা দিয়েছে। ফলে বর্তমানে তাদের কাছে হ্যালের পাওয়া ১৪,৫০০ কোটি টাকা।

হ্যালের এই অবস্থায় প্রভাব পড়ছে তাদের ভেন্ডারদের ওপরও। সিএমডি জানিয়েছেন, প্রায় ২ হাজার ভেন্ডার রয়েছে সংস্থার। হ্যালের হাতে টাকা না আসলে ভেন্ডারদের টাকাও মেটানো য়াবে না বলে জানিয়েছেন সিএমডি।

 বর্তমান পরিস্থিতি

বর্তমান পরিস্থিতি

( ছবি সৌজন্য: ফেসবুক)

English summary
HAL for the first time in decades, borrowed about Rs 1,000 crore to pay salaries to its employees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X