For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগনিদ্রা ভেঙে জাগবেন গুরুজি, শব আগলে দাবি ভক্তদের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জলন্ধর, ১৩ মার্চ: বালক ব্রহ্মচারীর ঘটনা মনে আছে? প্রয়াণের পর ভক্তরা বলেছিল, বাবা আবার জেগে উঠবেন!

সেই ঘটনার যেন পুনরাবৃত্তি পাঞ্জাবের দিব্যজ্যোতি জাগৃতি সংস্থান আশ্রমে। এই ধর্মীয় সংগঠনের প্রাণপুরুষ আশুতোষ মহারাজ ছ'সপ্তাহ আগে গত হয়েছেন। অথচ ভক্তরা এখনও সৎকার করেনি শবদেহ। দাবি, বাবাজি যোগনিদ্রায় গিয়েছেন। নির্দিষ্ট সময় পরে আবার জেগে উঠবেন।

আশুতোষ মহারাজ দীর্ঘদিন ধরে ভুগছিলেন রোগে। গত ২৯ জানুয়ারি তিনি দেহ রাখেন। শ্মশানে নিয়ে যাওয়ার পরিবর্তে আশ্রমের রেফ্রিজারেটরে ভরে রাখা হয় শব। সেই থেকে তিনি ওখানেই 'যোগনিদ্রা' দিচ্ছেন। বাবাজি কবে জেগে ওঠেন, সেই অপেক্ষায় দেশ-বিদেশের অগণিত ভক্ত।

আশ্রমের মুখপাত্র স্বামী বিশ্বলানন্দ মহারাজ জানান, আপাত অর্থে বাবাজিকে দেখে মৃত মনে হলেও তিনি মৃত নন। যোগবলে তিনি এখন উচ্চমার্গে বিচরণ করছেন। এই অবস্থাতে তিনি শিষ্যদের গুরুত্বপূর্ণ নিদের্শ দিচ্ছেন বলে দাবি। তবে কী নির্দেশ দিচ্ছেন এবং কাকে কাকে দিচ্ছেন, তা জানাননি স্বামী বিশ্বলানন্দ। তেমনটা করলে বাবার যোগনিদ্রায় ব্যাঘাত ঘটবে বলে দাবি করেন তিনি।

স্থানীয় থানার ইন্সপেক্টর গুরিন্দর সিং ধিলোঁ বলেন, আশুতোষ মহারাজের প্রাক্তন গাড়িচালক শবদেহ সৎকারের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আদালত বলেছে, মৃতদেহ নিয়ে কী করা হবে, সেটা ঠিক করুক বাবাজির ভক্তরাই। ফলে পুলিশ এখন জোর করে শবদেহ কেড়ে নিয়ে আসতে পারবে না। একমাত্র যদি আদালত পরে নির্দেশ দেয়, তবেই এমন পদক্ষেপ নেবে পুলিশ।

আশ্রমের সামনে গত ছ'সপ্তাহ ধরে পড়ে রয়েছেন লক্ষ্মীন্দর সিং। তিনি বলেন, "আমরা চোখ বুজলেই বাবাজিকে দেখতে পাই। কথা বলতে পারি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন নিদ্রাভঙ্গ হলেই আমাদের কাছে ফিরে আসবেন।"

English summary
Guruji dead, devotees say he will be back after meditation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X