For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্মগুরু' থেকে সিনেমার 'নায়ক' ,রাম রহিম পেছনে ফেলেছেন রনবীর-অক্ষয়কেও

শুক্রবার ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিম সিং -এর বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলা নিয়ে রায় দেবে হরিয়ানার পঞ্চকুলা আদালত। বিতর্কে থাকা এই ধর্মগুরু শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই পরিচিত তা নয়।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিম সিং -এর বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলা নিয়ে রায় দেবে হরিয়ানার পঞ্চকুলা আদালত। বিতর্কে থাকা এই ধর্মগুরু শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই পরিচিত তা নয়। ইতিমধ্যেই তিনি বানিয়ে ফেলেছেন ৫ টি সিনেমা। যার নায়ক তিনি নিজে। এপর্যন্ত কেমন ছিল তাঁর জীবনের স্ক্রিপ্ট দেখে নেওয়া যাক। রাম রহিমের ধর্মগুরু থেকে সিনেমার রকস্টার হয়ে ওঠার গল্প দেখে নেওয়া যাক একনজরে।

 রাম রহিমের জন্ম

রাম রহিমের জন্ম

১৯৬৭ সালে রাজস্থানের শ্রীরুরুসার মোদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গুরু রাম রহিম। জমিদার বংশের সন্তান গুরমিত রাম রহিম তাঁর বাবাকে ছোট থেকেই জমি জমা দেখবার কাজে সাহায্য করতেন বলে জানা গিয়েছে। মূলত তাঁরা কৃষক পরিবার, তবুও প্রচুর জমি থাকায়, তাঁরা একপ্রকার জমিদারই হয়ে উঠে ছিলেন এলাকার।

'গুরমিত' থেকে 'ধর্মগুরু'

'গুরমিত' থেকে 'ধর্মগুরু'

৭ বছর বয়সে তিনি নিজের মধ্যে আধ্যাত্মের সন্ধান পান বলে জানান। তখনই তাকে ডেরা সচা সৌদার প্রধান শাহ শান্তম সিং নিয়ে আসেন ডেরায়।

 ধর্মগুরু হয়ে ওঠার কাহিনি

ধর্মগুরু হয়ে ওঠার কাহিনি

১৯৯০ সালে গুরমিত রাম রহিমকে ডেরা সচা সৌদার প্রধান হিসাবে ঘোষণা করা হয়। এজন্য সারা ভারত থেকে ভক্তদের ডেকে এনে সৎ সঙ্গ করে এই ঘোষণা করে ডেরা।

পথা চলা শুরু 'বাবা রাম রহিমের'

পথা চলা শুরু 'বাবা রাম রহিমের'

এরপর হরমিত কৌর নামের এক মহিলাকে বিয়ে করেন বাবা রাম রহিম। তাঁর দুই মেয়ে ও এক পুত্র সন্তান জন্মায়।

 অভিনেতা রাম রহিম

অভিনেতা রাম রহিম

২০১৪ সাল থেকে তিনি সিনেমা প্রযোজনা ও তাতে অভিনয়ের কাজে যোগ দেন। এ পর্যন্ত তাঁর ৫ টি ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে 'মেসেঞ্জার অফ গড' সবচেয়ে বেশি জনপ্রিয় । ছবি মুক্তির প্রথম সপ্তাহেই ছবির বক্স অফিস কলেকশন ছিল ১০০ কোটি। যা সে সময়ে মুক্তি পাওয়া রনবীর কাপুরের 'রয়' ছবিকেও ছাপিয়ে যায়

হিরো রাম রহিম

হিরো রাম রহিম

প্রথম ছবিতেই অসামান্য সাফল্যের পর একের পর এক ছবিতে অভিনয় করেন ধর্মগুরু রাম রহিম। এবছেরেও তাঁর ছবি মেসেঞ্জার অফ গড, দ্য লায়ন হার্ট মুক্তি পেয়েছে । সেই ছবি ঘিরেও তাঁর ভক্তদের মধ্যে চরম উন্মাদনা ছিল।

English summary
While the governments of Punjab and Haryana are busy in beefing up security in their respective states in view of the sensitivity associated with the verdict in a sexual abuse case against Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh Insaan, the spiritual guru is reportedly all set to release another MSG aka Messenger of God of movie.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X