For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে যোগদানের হিড়িক, আজাদের পার্টি ছেড়ে ১৭ নেতার ঘরওয়াপসিতে শক্ত রাহুলের হাত

কংগ্রেসে যোগদানের হিড়িক, আজাদের পার্টি ছেড়ে ১৭ নেতার ঘরওয়াপসিতে শক্ত রাহুলের হাত

Google Oneindia Bengali News

কন্যা কুমারী থেকে ভারত জোড়ো যাত্রা যত কাশ্মীরের দিকে এগিয়ে যাচ্ছে ততই কংগ্রেসকে সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে। কিছদিন আগে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার প্রাক্তন দলনেতা গুলাম নবি আজাদ। তিনি আবার কংগ্রেসে ফিরতে পারেন এই জল্পনার মাঝেই তাঁর অনুগামী ১৭ নেতা ফিরলেন পুরনো দলে।

১৭ নেতার কংগ্রেসে প্রত্যাবর্তন

শুক্রবার গুলাম নবি আজাদ অনুগামী ১৭ জন জন্মু ও কাশ্মীরের নেতা ফের কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের হাত ধরে তাঁরা এদিন মূল স্রোতে ফিরলেন। ১৭ নেতার কংগ্রেসে প্রত্যাবর্তনের পর বেণুগোপাল বলেন, ওঁরা দু-মাসের ছুটিতে ছিলেন। ফের তাঁরা যোগ দিলেন কাজে।

ভুল বুঝতে পেরে কংগ্রেসে ফেরা

ভুল বুঝতে পেরে কংগ্রেসে ফেরা

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আর কয়েকদিন পরেই কাশ্মীরে ঢুকবে। তার আগে জম্মু-কাশ্মীরের কংগ্রেসত্যাগী নেতাদের ঘরওয়াপসি তাৎপর্যপূর্ণ। ২০২২ সালের শেষ দিকে তাঁরা কংগ্রেস ছেড়েছিলেন। তারপর ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার পরই কংগ্রেসের দিকে মানুষের ঢল দেখে তাঁরা ভুল বুঝতে পেরেছেন। আবার তারা দলে ফিরতে উদ্যোগী হয়েছেন।

উল্লেখযোগ্য যাঁরা ফিরলেন কংগ্রেসে

উল্লেখযোগ্য যাঁরা ফিরলেন কংগ্রেসে

গুলাম নবি আজাদ সম্প্রতি কংগ্রেস ছেড়ে ডেমোক্রেটিক আজাদ পার্টি গঠন করেছিলেন। সেই দল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে গেলেন আজাদের ১৭ সঙ্গী। আরও অনেকেই কংগ্রেসে কামব্যাক করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। যাঁরা দলবদল করে কংগ্রেসে ফিরলেন, তাঁদের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চন্দ্র, প্রাক্তনমন্ত্রী পিরজাদা মহম্মদ সাঈদ, মনোহর লাল, প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং প্রমুখ।

ডিএপি ছেড়ে কংগ্রেসে যোগ

ডিএপি ছেড়ে কংগ্রেসে যোগ

এআইসিসি সাধারণ সম্পাদক বেণুগোপাল রায়, জয়রাম রমেশ উপস্থিত ছিলেন এই যোগদান মেলায়। যাঁরা কংগ্রেস ছেড়ে গুলাম নবি আজাদের ডেমোক্রেটিক আজাদ পার্টি বা ডিএপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা কংগ্রেসে ফিরছেন। যদিও ডিএপি-রতরফে দাবি করে হয়েছে, দলত্যাগী অনেককেই কংয়েকদিন আগে দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছিল।

ফের কংগ্রেসের পতাকা হাতে

ফের কংগ্রেসের পতাকা হাতে

কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করার আগেই কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। দলেরই পুরনো সৈনিকদের ফিরে পেয়ে কংগ্রেসের মনোবল ফের উপত্যকায় বাড়ছে। যাঁরা ফিরে এলেন, তাঁরা ফের কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বলেন, আবার ঘরে ফেরার অনুভূতি হচ্ছে।

গুলাম নবি আজাদের কী অবস্থান

গুলম নবি আজাদ ২৬ সেপ্টেম্বর কংগ্রেস ছাড়ার এক মাস পরে নিজেই নতুনু দল গড়েছিলেন। সেই ডেমোক্রেটিক আজাদ পার্টিতে যোগ দেওয়া নেতারা ফের ফিরতে শুরু করেছেন কংগ্রেসে। রাজনৈতিক মহলের একাংশের দাবি এখনও শতাধিক নেতা মুখিয়ে রয়েছেন কংগ্রেসে ফেরার জন্য। গুলাম নবি আজাদ এখন কী অবস্থান নেন, সেটাই দেখার।

ছবি সৌ:@INCIndia

English summary
Gulam Nabi Azad closed aide leaders return in Congress before Rahul Gandhi’s Bharat Jodo Yatra’s entri in Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X