For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে ফিরতে চলেছেন আজাদ! রাহুলের ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে ঢোকার আগে জল্পনা

ভারত জোড়ো যাত্রা ফের অক্সিজেন দিচ্ছে কংগ্রেসকে। কংগ্রেস আবার জেগে উঠছে রাজ্যে রাজ্যে। এই পরিস্থিতিতে কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেওয়া অনেক নেতাকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তাঁরা কি আবার ফিরবেন পুরনো দলে।

  • |
Google Oneindia Bengali News

ভারত জোড়ো যাত্রা ফের অক্সিজেন দিচ্ছে কংগ্রেসকে। কংগ্রেস আবার জেগে উঠছে রাজ্যে রাজ্যে। এই পরিস্থিতিতে কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেওয়া অনেক নেতাকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তাঁরা কি আবার ফিরবেন পুরনো দলে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে যত এগিয়ে আসছে, ততই জল্পনার পারকদ চড়তে শুরু করেছে।

কিছুদিন আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে এমনই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবার তেমনই জল্পনা শুরু হয়েছে গুলাম নবি আজাদকে নিয়ে। গুলাম নবি আজাদ ফের কংগ্রেসে ফিরতে পারেন বলে রাজনৈতিক মহলে এমন জল্পনা তৈরি হয়েছে। তবে কী বলছেন গুলাম নবি আজাদ নিজে। আর কংগ্রেসই বা কী বলছে, তা নিয়ে চর্চা চলছে।

রাহুলের ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসে ফিরতে চলেছেন আজাদ!

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আর কিছুদিনের মধ্যেই কাশ্মীরে পৌঁছবে। তার আগে জল্পনা তৈরি হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শামিল হতে পারেন গুলাম নবি আজাদ। গুলাম নবি আজাদকে নিয়ে উপত্যকাজুড়ে আলোচনা, সব বিবাদ ভুলে আবার রাহুল গান্ধীর হাত ধরতে পারেন গুলাম নবি।

রাহুল গান্ধী সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে তাঁর জনপ্রিয়তাকে অনেকাংশ উপরে তুলে নিতে সমর্থ হয়েছেন। ফলে গুলাম নবি আজাদের সঙ্গে যাওয়া কংগ্রেসত্যাগীরা ফের ঘরমুখো হতে শুরু করেছেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়, গুলাম নবি আজাদ নিজেও রাহুলের পাশে দাঁড়াতে পারেন। সব ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।

কংগ্রেসে থাকাকালীন জাতীয় রাজনীতিতে প্রথম সারির মুখ ছিলেন গুলাম নবি। কিন্তু কংগ্রস ছেড়ে তিনি নতুন দল গড়তে গিয়ে আজাদ নিঃসঙ্গ হয়ে পড়ছে। মাত্র চার মাসের মধ্যে তাঁর গুরুত্ব কমে যাচ্ছে বুঝে তিনি ফের কংগ্রেস প্রত্যাবর্তন করতে পারেন বলে জল্পনার পারদ চড়েছে। আগামী মাসে তিনি রাহুলের ভরাত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন, তারপর তিনি ফিরতে পারেন কংগ্রেসে।

বিশেষ সূত্রে জানান গিয়েছে কংগ্রেসেরও তাঁকে ফেরাতে বিশেষ আপত্তি নেই। যতই তিনি গান্ধী পরিবারের প্রতি তোপ দাগুন না কেন, তাঁকে কংগ্রেসে ফেরাতে আগ্রহী রাহুল গান্ধীও, এমনও শোনা যাচ্ছে। এমনকী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুজা এবং বর্ষীয়ান নেত্রী অম্বিকা সোনিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর সঙ্গে কথা শুরু করার।

ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে প্রবেশ করলে আজাদ-ঘনিষ্ঠ নেতারা তাতে যোগ দেবেন বলেই সূত্রের খবর। আরও খবর তাঁরা চাইছেন আজাদ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শামিল হয়ে সরাসরি কথা বলে নিন। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন আজাদ স্বয়ং। তিনি টুইট করে জানিয়েছেন, কংগ্রেসের মতাদর্শ বা নেতাদের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই। তাঁর সমস্যা সিস্টেমে।

আজাদ বলেন, তাঁর কংগ্রেসে ফেরা নিয়ে গুজব রটানো হচ্ছে। আমার দলের নেতাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কংগ্রেসের তরফে এই গুজব রটিয়ে আমার অনুগামী ও দলের নেতাদের ভাঙিয়ে নেওয়াই তাঁদের উদ্দেশ্য। তবে রাজনৈতিক মহল পুরোপুরি তাঁর যোগদানের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না।

English summary
Gulam Nabi Azad can return in Congress before Rahul Gandhi’s Bharat Jodo Yatra’s entri in Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X