For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের হাতে তৈরি গুলাবি গ্যাংগ থেকেই বহিষ্কৃত সম্পদ পাল

Google Oneindia Bengali News

sampat pal,lucknow,uttar pradesh,women,sack,gulabi gang,সম্পদ পাল,লখনউ,উত্তরপ্রদেশ,মহিলা,বহিষ্কার,গুলাবি গ্যাংগ
লখনউ, ৪ মার্চ : মহিলাদের পরিত্রাতা সম্পদ পাল এখন নিজের হাতে তৈরি করা গুলাবি গ্যাংগ থেকেই বাদ পড়লেন। দলের মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের দরুণ বেশ কুছুদিন ধরেই তাঁর বিরুদ্ধে দলে রোষ তৈরি হয়েছিল।

রবিবার বান্দায় দলের বৈঠকের পর সম্পদকে গদিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পরবর্তী প্রধান আগামী ২৩ মার্চ সরকারি ভাবে নির্বাচিত করা হবে। দলের অন্যান্য সদস্যদের একাংশের অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য দলের নামের অপব্যবহার করছিলেন সম্পদ।

দলীয়সূত্রে খবর পরবর্তী প্রধান আগামী ২৩ মার্চ সরকারি ভাবে নির্বাচিত করা হবে

বিগ বস-এ প্রতিযোগী হিসাবে আসার পরই সম্পদ পালের পরিচিতি বাড়ে। এমনকী তাঁর জীবনের অনুকরণেই মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা অভিনীত গুলাব গ্যাংগ ছবিটি তৈরি হয়েছে। ছবির নির্মাতা তাঁর অনুমতি না নেওয়ায় চটেওছিলেন সম্পদ।

গুলাবি গ্যাংগ-এর মহিলা সদস্যদের অভিযোগ, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা না করেই বড় বড় সিদ্ধান্ত একাই নিতেন সম্পদ। এমনকী সংস্থাকে জলাঞ্জলি দিয়ে টাকা কামানোর জন্য দ্বিতীয়বার ভাবতেনও না তিনি। সেই কারণেই দলের মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে তার বিরুদ্ধে।

২০০৬ সালে উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে সম্পদ পাল প্রথম এই গুলাবি গ্যাংগ-এর প্রতিষ্ঠা করেন। এই দলের বৈশিষ্ট হল, প্রত্যেক মহিলা সদস্য গোলাপি শাড়ি পড়েন ও হাতে লাঠি থাকে প্রতিবাদের ভাষা।

English summary
Gulabi Gang sacks founding commander Sampat Pal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X