For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Exit Poll: গুজরাতে কেজরিওয়ালের উথানেই ধাক্কা পরিবর্তনকামী কংগ্রেসের! কেন এমন অবস্থা?

২০১৭ সালের গুজরাত নির্বাচনে ভালো ফল করে কংগ্রেস! আর সেই ফলকে সামনে রেখেই মোদী-শাহের গড়ে পরিবর্তনের ডাক দেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। কিন্তু এক্সিট পোলের পর্বাভাস সামনে আসতেই কার্যত মুখ থুবড়ে পড়েছে অন্যতম এই শক্তি।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের গুজরাত নির্বাচনে ভালো ফল করে কংগ্রেস! আর সেই ফলকে সামনে রেখেই মোদী-শাহের গড়ে পরিবর্তনের ডাক দেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। কিন্তু এক্সিট পোলের পর্বাভাস সামনে আসতেই কার্যত মুখ থুবড়ে পড়েছে অন্যতম এই শক্তি। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে ফের একবার সে রাজ্যের ক্ষমতায় ফিরছে কংগ্রেসই।

অন্যদিকে গুজরাতের বুকে পরিবর্তন তো দূর অস্ত, বিরোধী হিসাবে নিজেদের পায়ের জমি কার্যত নড়বরে হয়ে গেল কংগ্রেসের কাছে। কারণ বিরোধী ভোটের বড় একটা অংশ আপের কাছে গেছে বলেই মত পর্যবেক্ষকদের। অন্তত এমনটাই বুথ ফেরত সমীক্ষা দেখে মনে করছেন পর্যবেক্ষকরা।

সবচেয়ে বড় ধাক্কা কংগ্রেসের

সবচেয়ে বড় ধাক্কা কংগ্রেসের

টাইমস নাউ এবং ইটিজি'র এক্সিট পোলের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে ভোট শতাংশে বড়সড় ধাক্কা লাগছে বিজেপির। অন্যদিকে গ্রহণ লাগতে চলেছে দেশের সবথেকে পুরানো রাজনৈতিক শক্তি কংগ্রেসের। এজন্যে অবশ্য কেউ কেউ আম আদমি পার্টিকেই দায়ী করছে। গুজরাত নির্বাচনে এবার কংগ্রেসের পাশাপাশি বিজেপির মাথা ব্যাথার কারণ ছিল আম আদমি পার্টি। ফলে বিরোধী ভোটের বড় একটা অংশ এবার আপের দিকেই ঘুরে গিয়েছে। ফলে কংগ্রেসের ক্ষয় স্পষ্ট হয়েছে।

শতাংশের নিরিখে কোথায় কংগ্রেস?

শতাংশের নিরিখে কোথায় কংগ্রেস?

টাইমস নাও এবং ইটিজি-এর এক্সিট পোল অনুসারে, গত নির্বাচনে বিজেপি 49.3% ভোট পেয়েছিল। কিন্ত্য এবার 42% ভোট শেয়ার বিজেপির হবে বলে সমীক্ষাতে উঠে এসেছে। এই দৃষ্টিকোণ থেকে বিজেপির ক্ষতি হচ্ছে -7.3 শতাংশ। কিন্ত্য এবার কংগ্রেসের বড় একটা ধাক্কা লাগছে। প্রায় -11.7 শতাংশ ভোট এবার কংগ্রেসের কমছে বলে সমীক্ষাতে উঠে এসেছে। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে ২০ শতাংশ ভোট। যে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিল কংগ্রেসের সেখানে ব্যাপক ভোট কমে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা।

কেন এমন ধাক্কা কংগ্রেসের!

কেন এমন ধাক্কা কংগ্রেসের!

পর্যবেক্ষকরা মনে করছেন বিজেপি গড়ে কংগ্রেসের এমন ভোট কমার অন্যতম কারণ আপের উঠে আসা। অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা। লোকসভার আগে গোটা দেশে কংগ্রেসকে চাঙ্গা করতে ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল গান্ধী। সেখানে গুজরাতের দিকে নজরই দিলেন না তিনি। এমনকি ভোট প্রচারে দেখা যায়নি সোনিয়া গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীকেও। শুধু তাই নয়, সদ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও সেভাবে দেখা যায়নি গুজরাতে পড়ে থাকতে। ফলে কিছুটা হলেও কংগ্রেস কর্মীরা নিরাশ হয়েছে বলেই মত পর্যবেক্ষকদের। আর এই সুযোগে গুজরাতের উত্তর থেকে দক্ষিণে মাটি কামড়ে থেকে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী। এমনকি প্রচারে বিজেপিকে সমানে টক্কর দিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়ালো।

বড় অংশ আপের দিকে

বড় অংশ আপের দিকে

এক্সিট পোলের রিপোর্ট অনুসারে নির্বাচনে গুজরাতে মুসলিম সম্প্রদায়ের বড় একটা অংশ কংগ্রেসের সঙ্গে নেই। তথ্য অনুযায়ী, আর এই বড় অংশ আপের দিকে ঝুঁকেছে। দ্বিতীয়বারের জন্যে গুজরাতে লড়াই করছে আপ। আর এবার মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে সক্ষম হয়েছেন কেজরি। মুসলিম ভোট প্রায় ৯ শতাংশ গিয়েছে আম আদমি পার্টির দিকে। আর সেটাই গুজরাত নির্বাচনে খেলা ঘুরিয়ে দিয়েছে বলে মত রাজনৈতিকমহলের। অন্যদিকে সে রাজ্যের শিক্ষিত সম্প্রদায়ের একটা বড় যা বিজেপির পাওয়া নিয়ে আশঙ্কা ছিল। সেটা ফের ফিরে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

English summary
Is Congress backfooted in Gujarat because of AAP, what exit polls saying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X