
Gujarat Elections: মোদী-শাহের গড়ে 'খেলা' দেখাতে পারবে কেজরি! প্রথম দফায় নজর থাকবে যেখানে
2022 Gujarat Legislative Assembly Election: হাতে আর মাত্র কয়েক ঘন্টা! মোদী-শাহের গড় বলে পরিচিত গুজরাতে প্রথম দফার নির্বাচন। কার্যত প্রেস্টিজিয়াস ফাইট বিজেপির কাছে। বিশেষ করে লোকসভার আগে তো বটেই! পাশাপাশি বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গুজরাত। আর সেই ঘাঁটি ধরে রাখাটাও চ্যালেঞ্জ বিজেপির কাছে।
একাধিক ইস্যুকে সামনে রেখেই এই ভোট। মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক ইস্যুকে ইতিমধ্যে সামনে নিয়ে এসেছে বিরোধীরা। যদিও গুজরাতের উন্নয়নের ইপরেই এই ভোট হবে বলে দাবি বিজেপির। উত্তরপ্রদেশ নির্বাচনের পরে এবং লোকসভা নির্বাচনের আগে মোদী-শাহের কাছে অবশ্যই বড় পরীক্ষা। ফলে গোটা দেশের নজর রয়েছে এই নির্বাচনে।
Delhi | Tomorrow is the first phase of elections in Gujarat. Voting will be held at 25,430 polling stations tomorrow. Forces have been deployed and a lot of monitoring is being done so that no incident takes place in the elections: Chief Election Commissioner, Rajeev Kumar pic.twitter.com/FKU8zpE05p
— ANI (@ANI) November 30, 2022

৮৯টি আসনে এই নির্বাচন হতে চলেছে।
সকাল হলেই নির্বাচন শুরু! ইতিমধ্যে বুথ কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন ভোট কর্মী। এমনকি সবরকম ভাবে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রথম দফায় ৮৯টি আসনে এই নির্বাচন হতে চলেছে। জানা যাচ্ছে, প্রায় ২৫ হাজার ৪৩০টি বুথ কেন্দ্রে এই ভোট হবে। যার মধ্যে একাধিক হাইপ্রোফাইল কেন্দ্র রয়েছে বলে খবর। তবে এবার বিশেষ নজরSaurashtra-Kutch অঞ্চলে নজর থাকবে। মোট ১৯টি জেলার ৮৯টি আসনের প্রথম পর্যায়ের ভোটে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে ৩৩৯ জন নির্দল প্রার্থীও রয়েছে। এমনকি ৭০ জন মহিলা প্রার্থীও রয়েছেন। 2,39,76,670 জন ভোটার প্রথম দফার ভোটে অংশ নেবেন।

নির্বাচন যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে।
জানা যাচ্ছে, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৫ টা পর্যন্ত। ইভিএম মেশিনে বিজেপি-কংগ্রেস আপ সহ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন গুজরাতের মানুষ। কার্যত এবারের নির্বাচন যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে। বিজেপি-কংগ্রেসের সঙ্গে এবার অন্তত ৮৮টি আসলে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টিও। একেবারে মাটি কামড়ে পড়ে প্রচার সেরেছেন আপ সুপ্রিমো। বলে রাখা প্রয়োজন, যে ৮৯ আসনে বৃহস্পতিবার ভোট হবে এর মধ্যে বিজেপি ৪৮টি আসন, কংগ্রেস ৪০টি আসন এবং একজন নির্দল প্রার্থী হয় পেয়েছিলেন।

তৈরি কমিশন
প্রথম দফার নির্বাচনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার। তিনি সে রাজ্যের মানুষকে বেশি করে ভোটে অংশ নেওয়ার আবেদন জানান। কোনও প্রলোভনে পা না দিয়েই ভোটে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। সবরকম ভাবে কমিশন তৈরি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, এবার গুজরাট নিবাচন দু দফাতে হওয়ার কথা রয়েছে। প্রথম দফার নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার হতে চলেছে। এবার নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই বাহিনী রয়েছে বলে খবর। এমনকি এরিয়া ডোমিনেশনের কাজও করেছে বাহিনী।