For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat election 2022: অভিনব প্রতিবাদ, রান্নার গ্যাসের সিলিন্ডার সাইকেলে চড়িয়ে বুথে কংগ্রেস বিধায়ক

Gujarat election 2022: অভিনব প্রতিবাদ, রান্নার গ্যাসের সিলিন্ডার সাইকেলে চড়িয়ে বুথে কংগ্রেস বিধায়ক

Google Oneindia Bengali News

মোদী সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ। গুজরাতে প্রথম দফার ভোটে আমরেলিতে কংগ্রেস বিধায়ক ভোট দিতে েগলেন রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে। সাইকেলের পিছনে রান্নার গ্যাসেল সিলিন্ডার বেঁধে নিয়ে তিনি সমর্থকদের নিয়ে ভোট দিতে চান। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষের নাভিঃশ্বাস দশা। আচ্ছে দিনের কথা বলা সরকার সরকারের আম আদমির করুণ অবস্থা তৈরি করে দিয়েছে এই বার্তা দিতেই কংগ্রেসের বিধায়কের এই অভিনব প্রতিবাদ বলে মনে করা হচ্ছে।

Gujarat election 2022: অভিনব প্রতিবাদ, রান্নার গ্যাসের সিলিন্ডার সাইকেলে চড়িয়ে বুথে কংগ্রেস বিধায়ক

গুজরাতে চলছে প্রথম দফার ভোট গ্রহন। মোটের উপরে শান্তিপূর্ণ রয়েছে পরিস্থিতি। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মোদী সকালেই সকলকে বুথে গিয়ে ভোটদানের অনুরোধ জানিয়েছেন। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৯৫ শতাংশ। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন দেখা গিয়েছে। কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।

তবে ভোট দানের সময় অভিনব কাণ্ড ঘটিয়েছেন আমরেলির কংগ্রেস বিধায়ক পরেশ ধনানি। তিনি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে ভোট দিতে চান। তবে তাঁর ভোট দান একটু আলাদা রকমের ছিল। কারণ মোদী সরকারের বিরুদ্ধে দ্রব্য মূল্য বৃদ্ধির অভিযোগ করে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে তিনি ভোট দিতে যান। সাইকেলের পিছনে রান্নার গ্যাসের সিলিন্ডার চাপিয়ে নিয়ে বুথে ভোট দিতে যান তিনি।

Gujarat Assembly Election: প্রথম পর্যায়ে কেমন হল গুজরাতের ভোট? কতটা আশাবাদী বিজেপি? Gujarat Assembly Election: প্রথম পর্যায়ে কেমন হল গুজরাতের ভোট? কতটা আশাবাদী বিজেপি?

English summary
Congress MLA cust his Vote with Gas Cylinder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X