For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Elections Result 2022: গুজরাতে 'হাতে'র জয়কে হার মানিয়েছে বিজেপি! বন্ধ কংগ্রেসের 'পরিবর্তন ঘড়ি'

Gujarat Elections Result 2022: গুজরাতে 'হাতে'র জয়কে হার মানিয়েছে বিজেপি! বন্ধ কংগ্রেসের 'পরিবর্তন ঘড়ি'

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে বিজেপির বিপুল জয়। অন্যদিকে কংগ্রেসে অপমানজনক হার। সংখ্যার নিরিখে গুজরাতে এই ধরনের পরাজয় মুখে কংগ্রেস এর আগে পড়েনি। কংগ্রেসের হারের ট্রেন্ড পরিষ্কার হতেই আহমেদাবাদে কংগ্রেসের সদর দফতরে যে 'পরিবর্তন ঘড়ি' টানানো হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হয়।

গুজরাতে কংগ্রেসের জয়কেও হার মানিয়েছে বিজেপি

গুজরাতে কংগ্রেসের জয়কেও হার মানিয়েছে বিজেপি

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সর্বকালের সেরা জয়, সংখ্যাতত্ত্বের নিরিখে। এবারের নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত ১৮২ টি আসনের মধ্যে ১৫৬ টিতে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে। এর আগে কংগ্রেস ১৯৮৫ সালে এই রাজ্য থেকে সর্বোচ্চ ১৪৯ টি আসনে জয় পেয়েছিল। ১৯২ আসনের গুজরাত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৯২ টি আসনের।

নির্বাচন ঘোষণার সময় ঘড়ি চালু

নির্বাচন ঘোষণার সময় ঘড়ি চালু

গুজরাত কংগ্রেসের তরফে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সময় থেকেই আহমেদাবাদের কংগ্রেস দফতরে সরকার পরিবর্তনের গণনা করতে ঘড়ি রাখা হয়েছিল। সেই ঘড়িতে দিন-ঘন্টা-মিনিট-সেকেন্ডের স্লট ছিল। যা এদিন সকাল ১১.২০ দিকে বন্ধ করে দেওয়া হয়।

ভোটের হার কম

ভোটের হার কম

গত ১ ও ৫ ডিসেম্বর দু-দফার গুজরাতে বিধানসভা নির্বাচন হয়। এদিন সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। প্রথম থেকেই বিজেপি এগিয়ে যেতে থাকে বিভিন্ন কেন্দ্রে। তবে এবার বিধানসভা নির্বাচনে ২০১৭-র তুলনায় ভোট কম পড়েছিল। এবার দুদফায় গড়ে ভোট পড়েছিল ৬৪.৩৩ শতাংশের মতো। যা ২০১৭-র তুলনায় ৪ শতাংশের মতো কম।

ছাড়িয়ে গিয়েছে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণীকেও

ছাড়িয়ে গিয়েছে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণীকেও

৫ ডিসেম্বর গুজরাতের এক্সিট পোলে বিভিন্ন সংস্থার তরফে ১৮২ টি আসনের মধ্যে গড়ে ১১৭-১৫১ টি আসন প্রাপ্তির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কংগ্রেস থাকতে পারে ১৬-৫১-র মধ্যে এবং আপ থাকতে পারে ২-১৩ টির মধ্যে। যদিও ফল গণনার দিনের শেষে বিজেপি ১৫৬ টি আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে ১৭ টি আসনে। আর আপ ৫টি এবং অন্যরা ৪ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে।

গুজরাত বাদে প্রায় সর্বত্রই বিজেপির হার, কী বার্তা দিয়ে গেল ২০২৪-এর আগেগুজরাত বাদে প্রায় সর্বত্রই বিজেপির হার, কী বার্তা দিয়ে গেল ২০২৪-এর আগে

English summary
Congress's parivartan clock has stopped after BJP's historic victory in Gujarat Assembly Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X